মধ্যবিত্তদের মাঝে গোয়াইনঘাট জমিয়তের ত্রাণ বিতরণ
1 min read
ফরিদ আহমদ ফেরদাউস ও এহসান উল্লাহ।।
করোনাভাইরাস (কভিড-১৯) সাধারণ ছুটিতে পুরো দেশ শুধু নয় গোটা বিশ্ববাসী। নিম্ন আয়ের হতদরিদ্র ঘরবন্ধি মানুষের দিন কাটছে আতঙ্ক আর উৎকণ্ঠায়। এমন সময়ে কোনো দুস্থ-দরিদ্ররা যেন অনাহারে না থাকে, পাশাপাশি মধ্যবিত্তরাও যেনো চক্ষুলজ্জায় পড়ে অনাহারে না থাকে। সেই পদক্ষেপ নিয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গোয়াইনঘাট উপজেলা শাখার উদ্যোগে সংগঠনের সাধারণ সম্পাদক ও গোয়াইনঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান জননেতা মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ এর সার্বিক ব্যবস্থাপনায় তার প্রতিনিধিদের মাধ্যমে মধ্যবিত্ত মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে চাল ও প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
করোনাভাইরাসের প্রভাব যাতে না পড়ে, তাই রাতের আঁধারে পৃথক পৃথকভাবে এসব অনুদান মধ্যবিত্তদের পরিবারে দিওয়া হয়।
গোয়াইনঘাট উপজেলা ছাত্র জমিয়তের প্রচার সম্পাদক,সাংবাদিক আবু তালহা তোফায়েলের কাছ থেকে জানা যায়, ত্রাণ বিতরণের সময় কোনো ফটোসেশন করা হয়নি। সংগঠনের সাধারণ সম্পাদক ও গোয়াইনঘাট ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ’র নির্দেশেই এসব মধ্যবিত্তদের ছবি তোলা হয়নি৷ কারণ তারা পরিস্থিতির স্বীকার।
ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ জানান যে, নিম্ন আয়ের মানুষেরা জমিয়ত শুধু নয়, সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠনের দেয়া অনুদান পেলেও চক্ষুলজ্জায় মধ্যবিত্তরা বিপাকে পড়ছে। কর্মসংস্থান সবকিছু বন্ধ হওয়ায় তারা পরিবার নিয়ে চিন্তিত। জীবিকা নির্বাহে হিমশিম খাচ্ছে। কাউকে বলতেও পারছেনা, কারো কাছে হাত পাতা এসবও করতে পারছেনা; আবার সইতেও পারছেনা। দুর্যোগময় মুহুর্তে চুপিসারে গোয়াইনঘাট উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের উদ্যোগে যতটুকু সম্ভব তাদের পাশে দাঁড়িয়েছি।
কোনো ফটোসেশন বা নাম প্রকাশ করতে পারছিনা। আল্লাহ যেনো শতবর্ষের ঐতিহ্যবাহী সংগঠনকে কবুল করেন, এই নিরবে দান করাকে কবুল করেন।
ভাইস চেয়ারম্যান আরো বলেন যে, আমরা ২ দিন হলো আমাদের মুরব্বি, আমাদের মাথার ছায়া খলিফায়ে মাদানি,পীরে কামিল, সদরে জমিয়ত শায়খুল হাদীস আল্লামা আব্দুল মোমিন ইমামবাড়িকে হারিয়েছি। যার সুনজরে আমরা চলার অনুপ্রেরণা পেতাম, সাহস পেতাম। তার রুহের মাগফিরাত কামনা করছি। দেশবাসী যেনো প্রিয় শায়েখকে জান্নাতের সর্বোচ্চ মাক্বাম নসিব করেন। তার রুহানি ফয়েজ আর বরকত থেকে যেনো কখনো মাহরুম না হই।
উল্লেখ্য যে, নিম্ন আয়ের হতদরিদ্রদের মাঝে চাউল বিতরণ করে গোয়াইনঘাট উপজেলা জমিয়ত এবং হতদরিদ্র হিন্দু পরিবারের মাঝে চাউল বিতরণ করে গোয়াইনঘাট উপজেলা জমিয়তের এই মিশন শুরু হয়। জমিয়ত নেতা ভাইস চেয়ারম্যান জননেতা মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ জানান যে, এই নিরবে দান করা জারি থাকবে, যেখানেই মধ্যবিত্তরা দুর্ভোগে দিন যাপন করবে আর আমরা সন্ধান পাবো, সেখানেই আমার বা আমাদের জমিয়তের প্রতিনিধিদের মাধ্যমে নিরবে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দিয়ে আসবো। ইনশাআল্লাহ।