পটিয়া পৌর ৮নং ওয়ার্ডে কাউন্সিলর মন্নানের ত্রান বিতরণ
1 min readসেলিম চৌধুরী :: চট্টগ্রামের পটিয়া পৌরসভার উদ্যোগে গরীব অসহায় দূস্তদের মাঝে চাল,ডাল,তেল,পিয়াজ,আলু লবনসহ খাদ্য সামগ্রী বিতরন করেন পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর এম এ মন্নান।এসময় উপস্তিত ছিলেন পটিয়া পৌরসভার কর্মচারী মোঃ নুরুল আমিন ও মোঃ হারুনুর রশিদ, মনছুর আহমদ সমাজসেবক আব্দুস ছত্তার, এ রহমান সহ এলাকার মুরব্বীগন।
এতে কাউন্সিলর এম এম. এ মন্নান বলেন, পটিয়া পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের উদ্দেগে ৯ টি ওর্য়াডেই এ ত্রান সামগ্রী বিতরন করা হবে।মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে আমার এলাকার অসহায় মানুষের জন্য আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব পাশ্বে থাকার এলাকার সামর্থবানদের ও আহবান জানাচ্ছি এ দূর্যোগে মানুষের পাশ্বে থাকার এবং ঘর থেকে বের না হয়ে সরকারের আইন নিয়ম মেনে চলার আহবান জানান।