পটিয়ায় মাসুদ ডেইরী পোলট্রি এন্ড ফিশারীজ লিঃ ডাক্তার সমিতিকে পিপিই প্রদান
1 min readসেলিম চৌধুরী :: চট্টগ্রামের পটিয়া উপজেলা ডাক্তার সমিতির সদস্যদের জন্য শিল্প গ্রুপ মাসুদ ডেইরী পোলট্টি এন্ড ফিশারীজ লিমিটেড এর পক্ষ থেকে করোনাভাইরাস প্রতিরোধক সরঞ্জাম পিপিই, মাক্স, স্যানিটাইজার, হ্যান্ডগ্রাভ প্রদান করা হয়।
১২ এপ্রিল রবিবার দুপুরে মাসুদ ডেইরী পোলট্টি এন্ড ফিশারীজ লিমিটেডের চেয়ারম্যান আশরাফ হোসেন মাসুদের পক্ষ থেকে ররিবার দুপুর ২টায় পটিয়া সদরের ডাক বাংলো প্রখ্যাত হৃদ রোগ বিশেষজ্ঞ ডা. এ.কে. এম. নাসির উদ্দীনের নিকট এ সরঞ্জাম হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মাসুদ ডেইরী পোলট্রি এন্ড ফিশারীজ লিমিটড এর ভাটিখাইন প্রকল্প পরিচালক কৃষিবিদ এম এ মান্নান, প্রকল্প কর্মকর্তা ফজলুল কাদের, হিসার রক্ষক রফিকুল ইসলাম প্রমুখ। এসময় প্রকল্প পরিচালক কৃষিবিদ এম এ মান্নান বলেন, পটিয়ার চিকিৎসকরা
করোনাভাইরাসের ঝুঁকি নিয়ে দিনরাত পটিয়ার মানুষকে সেবা দিয়ে যাচ্ছে। তাদের সুরক্ষার জন্য আমরা মানবিক দিক বিবেচনা করে পিপিই ও মাক্স, স্যানিটাইজার, হ্যান্ডগ্লাব, জীবানুনাশক স্প্রেসহ করোনা ভাইরাস প্রতিরোধক সামগ্রী প্রদান করা হযছে। এসময় হৃদ রোগ বিশেষজ্ঞ ডা. এ.কে এম নাসির উদ্দীন বলেন, পটিয়ার ডাক্তার সমিতির সদস্যরা দিনরাত জীবনের ঝুঁকি নিয়ে পটিয়াবাসীকে স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছেন। বিষয়টি সমাজ সেবক শিল্পপতি আশরাফ হোসেন মাসুদ বুঝতে পেরে পটিয়ার ডাক্তারদের পাশে দাড়িয়ে সহায়তা করেছে। যার কারণে পটিয়া ডাক্তার সমিতির পক্ষ থেকে মাসুদ সাহেবের প্রতি কৃতজ্ঞতা জানান এবং সকল ধর্মের মানুষকে সরকারের নিয়ম মেনে পরিস্কার পরিছন্নতার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।