দোহারের বেদে পল্লীতে খাদ্য সামগ্রী বিতরণ
1 min readজুবায়ের শরীফ, দোহার (ঢাকা) প্রতিনিধি।।
ঢাকা জেলার দোহার উপজেলায় সালমান এফ রহমান ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লটাখোলার অসহায় বেদে মানুষের মাঝে ত্রাণ বিতরন করা হয়েছে। এই সময় ৫১ পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরন করা হয়। রবিবার বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অসহায় পরিবারগুলোর মাঝে এই ত্রাণ সামগ্রী পৌছে দেয়া হয়।
সারা দেশের মতো দোহারেও করোনা ভাইরাসের সংক্রমণ রোধে উপজেলাকে আংশিক লকডাউন ঘোষণা করা হয়। সাধারন মানুষের কাজ না থাকায় তারা এক প্রকার অসহায় ও ক্ষুধার্ত অবস্থায় দিন যাপন করছে। এই সময় এই অসহায় পরিবারগুলোর পাশে এসে দাড়ায় দোহার উপজেলার প্রশাসনের নির্বাহী কর্মকর্তা জনাব আফরোজা আক্তার রিবা । তাদের পক্ষ থেকে এই অসহায় ও দরিদ্র পরিবারগুলোর মাঝে চাল,ডাল,তেল আলু ইত্যাদি পৌছে দেয়া হয়। এ সময় তিনি বলেন আপনারা সবাই ঘরে থাকবেন সুস্থ থাকবেন এবং আপনারা অপ্রয়োজনে বের হবেন না। আর কারো যদি খাদ্যের সমস্যা হয় তাহলে আমাদের জানাবেন আমরা আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করবো।
সে সময় আরো উপস্থিত ছিলেন দোহার উপজেলার সহকারি কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, দোহার থানার ওসি (তদন্ত) আরাফাত হোসেন ও প্রমূখ।
এই কঠিন সময়ে ত্রান পেয়ে অসহায় বেদে মানুষগুলোর মুখে হাসি ফুটেছে।