করোনার প্রভাব ১৩ ফুট পর্যন্ত সহজে ছড়িয়ে পড়ে, দূরত্বটাও ১৩ ফুট হবে - Shimanterahban24
June 10, 2023

Shimanterahban24

Online News Paper


Warning: sprintf(): Too few arguments in /home/shimante/public_html/wp-content/themes/newsphere/lib/breadcrumb-trail/inc/breadcrumbs.php on line 254

করোনার প্রভাব ১৩ ফুট পর্যন্ত সহজে ছড়িয়ে পড়ে, দূরত্বটাও ১৩ ফুট হবে

1 min read

[কাকলী আক্তার মৌ]

৩ ফুট দূরত্ব মান‌লেও;
ক‌রোনা থে‌কে বাচা অসম্ভব।

নতুন তথ্য হল,ঝু‌কি এড়া‌তে-
১৩ ফুট দূরত্ব বজায় রে‌খে চল‌তে হ‌বে।

আমরা সবাই এত দিন জে‌নে এ‌সে‌ছি যে,
ক‌রোনা হা‌চি-কা‌শির মাধ্য‌মে এবং-
আক্রান্ত মানু‌ষের সংস্প‌র্শে ছড়ায়।

কিন্তু,কিছুক্ষণ পূ‌র্বে একজন বি‌শেষজ্ঞের সা‌থে-
কথা ব‌লে একটা ভয়াবহ তথ্য-
জান‌তে পারলাম;
যা পি‌লে চমকা‌নোর মত।

তথ্যটা হল-
“ক‌রোনা ভাইরাস হা‌চি-কা‌শির মাধ্য‌মে নির্গত হ‌য়ে-
১৩ ফুট দূর পর্যন্ত অনায়া‌সে ভে‌সে বেড়া‌তে পা‌রে”।
বাতা‌সের গ‌তি‌বেগ বে‌শি হ‌লে তা-
আ‌রো দূর পর্যন্ত যে‌তে পা‌রে।
যা মানু‌ষের সংস্পর্শ পে‌লেই নাক,মুখ ও চো‌খের মাধ্য‌মে
উজ্জী‌বিত হ‌য়ে উ‌ঠে,স‌ক্রিয় হয়।

এও জানা গে‌ছে,এখ‌নো ক‌রোনার কোন-
সফল ঔষধ আ‌বিষ্কার হয়‌নি।
ফেসবু‌কে যা ছড়া‌চ্ছে তা প্রায়ই গুজব।

যারা এখ‌নো অসতর্ক হ‌য়ে বা‌ড়ির বাই‌রে-
ঘোরা ফেরা করছ;
লকডাউন মানছ না;
তারা অ‌চি‌রেই আক্রান্ত হওয়ার আশংকা র‌য়ে‌ছে।

মাথা নেড়া করা,থানকু‌নি পাতা খে‌য়ে-
এ গজব থে‌কে বাচা সম্ভব নয়।

বাচ‌তে হ‌লে,
১৩ ফুট দূরত্ব বজায় রে‌খে চল।
সব‌চে‌য়ে ভাল হবে;
বা‌ড়ি‌তে থাক,নিরাপ‌দে থাক।
নতুবা ইউ‌রোপ,আ‌মে‌রিকার মত করুন প‌রিণ‌তি-
ঘটবে বাংলার ভা‌গ্যে।

তথ্য‌টি অতীব গুরুত্বপূর্ণ,তাই শেয়ার করুন।

লেখক: সীমান্তের আহ্বানের নিয়মিত লেখক। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.