অনিয়মের সংবাদ প্রচার করতে গেলেই সাংবাদিকের উপর হামলা
1 min readনোয়াখালী প্রতিনিধি :: বিশ্ব মহামারীতে যখন করোনা রোগে আতংক তখন দেশের চিত্র ভিন্ন নয়। এরোই প্রেক্ষিতে অসহায়,দুঃস্থ,ও কর্মহীন মানুষ গুলোই খুব কষ্টে দিন যাপন করছে।
এ আলোকে নোয়াখালী জেলায় বিভিন্ন সামাজিক সংগঠন,ব্যক্তি উদ্দ্যেগে, রাজনৈতিক ও দলীয় এবং সরকারি মাধ্যমে ত্রান দিচ্ছে অসহায় মানুষের জন্য।
নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের বড় হোসেনপুর গ্রামে দুস্থ অসহায় মানুষের দিন যাপন সম্পর্কে ও বর্তমান পরিস্থিতির আলোকে গতকাল শনিবার বিকেলে সংবাদ প্রচারের জন্য গেলে ক্রাইম নিউজ ২৪.নেট ও দৈনিক জাতীয় নুর পত্রিকার সাংবাদিক মোঃ পলাশ উদ্দিনের উপর ্র স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন ওই সাংবাদিকের উপর চড়াও হোন।
এ সময় স্থানীয় সাধারণ লোকজন তাদের ত্রান ও সরকারি অনুদানের অনিয়মের কথা প্রকাশ করতে থাকেন।এক পর্যায়ে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে ও হামলা করে ইউপি সদস্য। নিউজ টুয়ান্টিফোর এর ক্যামেরাপার্সন মেহেদী হাসান পলাশ কে উদ্ধার করে। তাকে প্রাথমিক চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
সর্বশেষ তথ্যমতে পলাশ উদ্দিন জানায়,জীবনের ঝুঁকি থাকায় বেগমগঞ্জ মডেল থানায় একটি জিডি করার পরিকল্পনা করছেন।স্থানীয় জনসাধারণ অনিয়মেরতথ্য প্রকাশ করায় ও সাংবাদিককে নিউজ প্রকাশ না করার প্রান নাশের হুমকি ও দেওয়া হয়।
এব্যাপারে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা হারুনুর রশিদকে ঘটনাটি জানানো হয়, তিনি ব্যাবস্থা নিবেন বলে জানান।