হাজী আতর আলী ইন্তেকাল করেছেন; বিশেষ দোয়ার দরখাস্ত
1 min read
সালিম মাহমুদ বিন জহির :: দক্ষিন সুরমা সিলেট এর অন্তর্গত ভাংগি নিবাসী। হাজী আতর আলী সাহেব আজ সকাল ইংলেন্ড একতা হাসপাতালে শেষ নিঃশেষ ত্যাগ করেছন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্নাহ ইলাইহি রাজিউন।
উনি আলিম উলামা ও বিশেষ করে জামায়ে তাওয়াক্কুলিয়া রেঙ্গার খায়েরখা ছিলেন।
মাদ্রাসার সমস্ত আসাতিযা,তুলাবা,ফুযালাও আপনাদের প্রতি সবিনয় অনুরোধ, কম পক্ষে সূরা ইখলাস তিন বার পড়ে হাজী সাহেব ও তাবলীগ জামাতের বিশিষ্ট মুরব্বি হাজী আব্দুল মুকিত সাহেবের জন্য ঈসালে সাওয়াব করতঃ মাগফিরাতের জন্য দোয়া করবেন। রাব্বে কারীম তাদেরকে শাহাদাতের মর্যাদা নসীব করূন।পরিবারের সবাইকে সবরে জামিল তাওফিক দান করূন।
এবং আপনাকে আমাকে ও বিশ্ব জাহানের সমস্ত মুসলমানকে রাব্বে কারীম এই করোনা নামক ভাইরাস থেকে হেফাজত করূন। আনীন ইয়া রাব্বাল আলামীন।
অনুরোধক্রমে :
হযরত মাওলানা মুহিউল ইসলাম (বুরহান)
মুহিতামিম জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা, সিলেট