শায়খে ইমামবাড়ী রহ.এর সাথে শায়খে গলমুকাপনীর শেষ মোলাকাত ও একটি আশ্চর্য স্বপ্ন
1 min readকারামতে গলমুকাপনী!
[লেখক: শাহিদ হাতিমী]
স্বপ্ন। কে না দেখে! আমরা সবাই স্বপ্ন দেখি। কিন্তু আমাদের স্বপ্ন আর আহলুল্লাহ তথা বুজুর্গানে দ্বীনের স্বপ্ন কি এক? না। এই যে ধরেন, বর্তমান করোনা পরিস্থিতিতে হেফাজত থাকার করণীয় আমল সম্পর্কে মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ এর স্বপ্ন! আমার মতো নাদানরা এসব কয়েকবার স্বপ্নে দেখে বললেও কেউ কি গুরুত্ব দিতো? বরং উল্টো আরো আমাকে নিয়ে হঠকারী চলতো!
যাক, মুল কথায় ফিরি। সবার জানা আমাদের মুর্শিদ, ছদরে জমিয়ত আল্লামা আব্দুল মোমিন শায়খে ইমামবাড়ী রহ. এর ইন্তেকাল হয়েছে ৮ এপ্রিল, বুধবার। কিন্তু আট এপ্রিল শায়খের ইন্তেকালের খবর ৭ এপ্রিল মঙ্গলবার রাতে শায়খে গলমুকাপনী জানলেন কীভাবে? কার কখন মৃত্যু হবে এটা একদিন পূর্বে তো দূরের কথা, কিছুক্ষণ আগেও একমাত্র আল্লাহ ছাড়া কেউই জানে না! কিন্তু আল্লাহ চাইলে তাঁর কোনো প্রিয় ও মকবুল বান্দাকে জানাতেই পারেন।
শায়খে গলমুকাপনী। পুরোনাম শায়খুল হাদীস মাওলানা মুহাম্মাদ আব্দুস শহীদ শায়খে গলমুকাপনী। পঞ্চাশের দশকে জন্মনেয়া সত্তরোর্ধ এক বটমানব। প্রচার বিমুখ একজন বরেণ্য আলেম। দুনিয়া বিমুখ একজন মানিত বুজুর্গ। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা শাখার সহসভাপতি। শায়খুল ইসলাম সায়্যিদ হুসাইন আহমদ মাদানী রাহ. এর খলীফা লুৎফুর রহমান শায়খে বর্ণভীর বিশিষ্ট খলীফা তিনি। শায়খুল হাদীস ও মুহতামিম হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করছেন জামেয়া মুহিউস সুন্নাহ গলমুকাপন টাইটেল মাদরাসা।
৭ এপ্রিল, মঙ্গলবার। ভোরে- বাদ ফজর। আল্লামা আব্দুল মোমিন শায়খে ইমামবাড়ীর খাছ শিষ্য, বিশিষ্ট ব্যবসায়ী মিজান ভাইকে ডাকলেন শায়খে গলমুকাপনী। বললেন- আমি গতরাতে এক আশ্চর্যজনক স্বপ্ন দেখেছি, আমার মন বলছে স্বপ্নের তাবির হচ্ছে- ইমামবাড়ী হুজুর আমাদেরকে এতিম করে মহান মাওলার ডাকে সাড়া দেওয়ার সময় হয়তো এসেগেছে! হয়তো আর বেশিদিন বাঁচবেন না! আমি আজই হুজুরের সাথে দেখা করতে চাই, সান্নিধ্যে যেতে চাই, দোয়া নিতে চাই! আমাকে নিয়ে চলো! কে জানে, গতকাল (৮এপ্রিল) আল্লাহর কী ফায়সালা রয়েছে!!
স্বপ্ন দেখা, স্বপ্নের তাবির করা, আর হুজুরের পেরেশানি দেখে মিজান ভাই দ্রুতই সিলেটের উসমানীনগর থেকে নবীগঞ্জ- পুরাণগাঁও পর্যন্ত একটি গাড়ি রিজার্ভ করেন। সকালেই চলে গেলেন আমাদের প্রাণপ্রিয় মুরব্বি শায়খে ইমামবাড়ীর গ্রামের বাড়িতে। একজন আরেকজনের দিকে তাকালেন অনেক্ষণ। খলীফায়ে বর্ণভী নয়নভরে দেখলেন খলীফায়ে মাদানীকে। আজ আমাদের মাঝে খলীফায়ে মাদানী শায়খে ইমামবাড়ী রাহমাতুল্লাহি আলাইহি নেই! আল্লাহ শায়খকে জান্নাতের সর্বোচ্চ আসন দান করুন। বেঁচে আছেন খলীফায়ে বরুণী শায়খ মাওলানা আব্দুস শহীদ গলমুকাপনী দামাত বারাকাতুহুম। রব্বে কা’বা শাখে গলমুকাপনীকে আমাদের ছায়া হিসেবে নেক দীর্ঘ হায়াত দিন। আহ, আমরা কি জানতাম দুই শায়খের এই দেখাই শেষ দেখা! আমাদের দেমাগ যদি বুঝতে পারতো শায়খদ্বয়ের দৃষ্টি বিনিময়ের মর্মার্থ! বুঝতে পারতাম যদি শেষ মোলাকাতে কী আলাপ হচ্ছে সেই আলাপনের রহস্য!! বেলা শেষের দিকে! সিলেট খালি হয়ে গেছে! নিদেনকালে দোয়া নেওয়ার জায়গা, সার্বজনীন আস্থার ঠিকানা আল্লামা আব্দুল মোমিন শায়খে গলমুকাপনীর মতো বুজুর্গের কদর যেনো করতে পারি।