লকডাউনের নামে রাস্তার মোড়ে মোড়ে গাছ বাশ ফেলে প্রতিবন্ধকতা বন্ধ করুন
1 min read[এম,এবাদুর রহমান খান]
সারাবিশ্বে যখন করোনা মহামারি রূপ ধারন করেছে টিক সেই সাথে আমাদের প্রান প্রিয় মাতৃভূমি বাংলাদেশের উপর ও মহামারী সংক্রান্ত পরিস্থিতি এমন দূর্যোগের সময় আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে এবং সর্বোপরি সচেতন থাকতে হবে।
আমরা মুসলমান এটা আমাদের স্বরন করতে হবে আমরা পবিত্র কুরআনে পেয়েছি এমন মহামরির কথা পয়েছি দূর্যোগের ঘটনা এবং সাথে সাথে পেয়েছি তা প্রতিরুধ ও এ থেকে উত্তরণের উপায়। আমরা জনি এসকল দূর্যোগের সময় মহান আল্লাহর কাছে আমাদের সমর্পণ করতে হবে। তাইতো আমাদের প্রথম কাজ মহান আল্লাহর কাছে ক্ষমা প্রর্থনা করা।
২য় তম হলো আমরা এমন পরিস্থিতিতে সরকারে সতর্কতা মূলক সকল কাজকে মেনে নেওয়া এবং সে অনুযায়ী চলা।
এবার আসি মূল কথায় আমরা কয়েকদিন থেকে দেখছি দেশের কিছু অঞ্চলে লকডাউনের নামে রাস্তার মোড়ে মোড়ে গাছ বাঁশ ফেলে রাস্তা অবরোধ করা হচ্ছে কিন্তু বলা হচ্ছে আমাদের গ্রাম লকডাউন।
আসলে আমাদেরকে সর্বপ্রথম বোঝতে হবে লকডাউন কী কারন আমরা এখনো জানিনা লকডাউন কী তাই বলছি লকডাউন হলো এমন শব্দ যে এটা দ্বারা আমাদেরকে বোঝানো হয়েছে যে ঐ স্থানে কেউ ডুকবে না এবং ওখান থেকে কেউ বেরও হবে না তারিই নাম লকডাউন।
কিন্তু আমরা আমাদের গ্রাম থেকে বের হচ্ছি এবং অবাধে মানুষ ডুকছে অতচ আমরাই ঘোষণা দিচ্ছি আমরা লকডাউন। দেখেন লকডাউন ভালো কথা এমন পরিস্থিতিতে লকডাউন প্রয়োজন তবে গাছ বাঁশ ফেলে নয় নিজ ইচ্ছায় হতে হবে ঘরে থাকতে হবে বের হবে না রাস্তায় গাছ ফেলার নাম যদি লকডাউন হয় তাহলে তো দেশের পরিস্থিতি আরো ভয়াবহ হবে কারন। সরকার বলছে আমরা লোক সমাগম এরিয়ে চলি কিন্তু গাছ বাঁশ ফেলে টিকই বিতরে আমরা লোক সমাগম গঠাচ্ছি আমরা একত্রিত হচ্ছি খেলাধুলা করছি। তাহলে তো লকডাউনের কোনো মানে হলো না। এদিকে আমাদের বাঁশ ফেলে রাখার কারনে ইমার্জেন্সি সেবা পুলিশ স্বসস্র বাহিনি আসতে পারলো না আমরা যাই ইচ্ছা তাই করলাম গ্রামে যদি চুরি হয় ডাকাতি হয় পুলিশ আসতে পারলো না কারন রাস্তায় গাছ বাঁশ ফেলে রাখা এবং আপনাদের এই সমস্যা কোনো প্রয়োজনে এম্বুলেন্স আসতে পারবে না।
এটা আমাদের জন্য উচিৎ নয় গাছ বাঁশ ফেলে লকডাউন করা। তা থেকে আমাদেরকে নিজ নিজ বাসায় ঘরে আমরা অবস্থান করি মাস্ক ব্যবহার করি হাত ভালোভাবে ধৌথ করি এটাই আমাদের কাজ।
আর লকডাউন তো সরকার করবে প্রয়োজন হলো যেম ভারতে করা হয়েছে বিশ্বের অনেক দেশে করা হয়েছে, এটা সরকার করবে প্রসাশন করবে এটা কেনো আমাূের করতে হবে তাই আমাদেরকে গাছ বাঁশ ফেলে রাখা থেকে বিরত থাকতে হবে সতর্কতা অবলম্বন করতে হবে সচেতন থাকতে হবে লকডাউন প্রয়োজন হলে প্রসাশন করবে।
লকডাউনের নামে রাস্তার মোড়ে মোড়ে গাছ বাঁশ ফেলে রাখা থেকে প্রতিবন্ধকতা তৈরি করা থেকে আমরা বিরত থাকি প্রসাশন আপনা এদিকে খেয়াল রাখবেন এবং প্রয়োজনে আপনারাই লকডাউন করবেন কাউকে এরকম প্রতিবন্ধকতা করে আপনাদের উপর দুষ আনবেন না। ধন্যবাদ সবাইকে
লেখক: সীমান্তের আহ্বানের বিয়ানীবাজার প্রতিনিধি,
প্রচার সম্পাদক ছাত্র জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার সরকারি কলেজ