পটিয়া খোলা বাজারে ১০ টাকার দামের চালের ভাগ্য জনপ্রতিনিধির কাঁধে
1 min readসেলিম চৌধুরী :: চট্টগ্রামের পটিয়ায় খোলা বাজারে (ওএমএস) ১০ টাকা দামের চাউল পাওয়ার ভাগ্য জনপ্রতিনিধির কাঁধে। মহামারী করোনাভাইরাস মোকাবেলা করতে বর্তমান সরকার অসহায় ও দরিদ্র মানু্ষের জন্য চট্টগ্রামের পটিয়াসহ বিভিন্ন এলাকায় ১০ টাকা দামের চাউল বিক্রী শুরু করেন। কিন্তু প্রতিদিন ৪০০ পরিবারকে এই চাউল দেওয়ার কথা থাকলে বিভিন্ন এলাকা থেকে অন্তত ২ হাজার নারী-পুরুষ এসে ভিড় করেন।
ফলে সামাজিক দূরত্ব কোনভাবে বজায় থাকছে না।এতে ঝুঁকির মধ্যে ১০ টাকা দামের চাউল কিনতে মানুষ ভিড় করছে। প্রতি সপ্তাহে ৩ দিন করে এই চাউল বিতরন গত বৃহস্পতিবার আনুষ্ঠানিক শুরু হয়। পটিয়া উপজেলা প্রশাসন সামাজিক দূরত্ব ও শৃঙ্খলা নিশ্চিত করতে পারেনি। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে অসহায় ও দরিদ্র মানু্ষের ভাগ্য তুলে দেওয়া হয়েছে জনপ্রতিনিধির কাঁধে। ১১ এপ্রিল শনিবার সকালে পটিয়া উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয় আওয়ামীলীগ নেতাদের নিয়ে ইউএনও এক রুদ্ধদ্বার বৈঠক করেন।এসময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ফারহানা জাহান উপমা, পটিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, পটিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দীন, পটিয়া পৌরসভার প্যানেল মেয়র ইঞ্জিনিয়ার রূপক কুমান সেন,
১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুল খালেক, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর আবু ছৈয়দ, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর গোফরান রানা, ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর খোরশেদ গণি, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর আবদুল মান্নান, ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ সাইফুল ইসলাম, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর কামাল উদ্দীন বেলাল, মহিলা কাউন্সিলর ইয়াসমিন আক্তার চৌধুরী, বুলবুল আক্তার, ফেরদৌস বেগম, পৌর আওয়ামীলীগ সভাপতি আলমগীর আলম, সাধারন সম্পাদক এমএনএ নাছির ছাড়াও পৌরসভার ৯টি ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। পটিয়া পৌরসভার হল রুমে প্রায় ঘন্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠকে ওএমএস চাউল খোলা বাজারে বিক্রি না করে জনপ্রতিনিধির মাধ্যমে বন্টনের সিদ্ধান্ত হয়েছে। প্রতি বৃহস্পতিবার, রবিবার ও মঙ্গলবার ১০ টাকা দামের এই চাউল বিক্রি করার কথা। কিন্তু সামাজিক দূরত্ব ও শৃঙ্খলা নিশ্চিত করতে ইউএনও দরিদ্রদের ভাগ্য তুলে দিয়েছেন জনপ্রতিনিধির কাঁধে। প্রতিটি ওয়ার্ডে ৪০জন করে ১০ টাকা দামের এই চাউল বিক্রী করা হবে।রুদ্ধদ্বার বৈঠকে পটিয়ার ইউএনও ফারহানা জাহান উপমা বলেন, এলাকার অসহায় ও দরিদ্র মানুষের জন্য ১০ টাকা দামের এই চাউল বিক্রি করা হচ্ছে। গরীব লোকজন যেন এই চাউল পান সেটা নিশ্চিত করা হবে।পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ বলেন সামাজিক দুরত্ব বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণ মানুষ ১০ টাকা দামে চাল নিতে আসা তাদের ৩ ফুট দুরত্ব বজায় রাখতে হবে। মহামারি করোনাভাইরাস মোকাবেলা করতে সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছে সত্যি আমরা সবাই মেনে চললে করোনাভাইরাস মোকাবেলা করতে আমরা সক্ষম হব।