পটিয়া উপজেলা চেয়ারম্যান সমতির উদ্যোগে ত্রাণ বিতরণ
1 min readসেলিম চৌধুরী:- চট্টগ্রামের পটিয়া উপজেলা চেয়ারম্যান সমিতি করোনাভাইরাস মোকাবেলা এবং দরিদ্র কর্মহীন মানুষের মাঝে এাণ বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন ১০ এপ্রিল শুক্রবার সকালে পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারহানা জাহান উপমা। এর পর পটিয়া উপজেলা চেয়ারম্যান সমতির সভাপতি মোহাম্মদ আবুল কাসেম, সাধারণ সম্পাদক দক্ষিণ এবং ছনহরা ইউনিয়ন পরিষদ এডভোকেট আবদুর রশিদ দৌলতী সহ সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজ নিজ এলাকার দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন বলে জানান পটিয়া উপজেলা চেয়ারম্যান সমতির সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি জনপ্রিয় চেয়ারম্যান মোহাম্মদ সেলিম।
মহামারি করোনাভাইরাস মোকাবেলা করতে উপজেলার চেয়ারম্যান সমিতি গরীব অসহায় দুঃখী মেহনতী দরিদ্র দরিদ্র কর্মহীন দিনমজুর মানুষের মাঝে চেয়ারম্যান সমিতির এাণ বিতরণের উদ্যোগ গ্রহণ করে। ১০ এপ্রিল আজ শুক্রবার থেকে এ এাণ ও খাদ্য সামগ্রী বিতরণ আনুষ্টানিক ভাবে বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন আশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হাসেম, হাইদগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ইউনুচ মিয়া, ধলঘাট ইউপি চেয়ারম্যান রনবীর ঘোষ টুটুন, কচুয়াই ইউপি চেয়ারম্যান এসএম ইনজামুল হক জসিম, কেলিশহর ইউপি চেয়ারম্যান সরোজ কান্তি নান্টু, শোভনদন্ডী ইউপি চেয়ারম্যান এহসানুল হক, খরনা ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান, ভাটিখাইন ইউপি চেয়ারম্যান মোঃ বখতিয়ার, জঙ্গলখাইন ইউপি গাজী মো. ইদ্রিস, বড়লিয়া ইউপি চেয়ারম্যান শাহীনুল ইসলাম শানু, হাবিলাসদ্বীপ ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান, কোলাগাঁও ইউপি চেয়ারম্যান আহমদ নূর, কুসুমপুরা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম বাচ্চু, প্রমুখ। চেয়ারম্যান সমিতির নেতৃবৃন্দ বলেন আমরা সকলে সামর্থ্য অনুযায়ী নিজ নিজ ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ করছি এবং সমিতির পক্ষ থেকে ৭৫০০ সাত হাজার পাঁচশত পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। প্রয়োজনে আরো চেষ্টা থাকবে এাণ বিতরণের। আমাদের অনুরোধ আপনারা ঘর থেকে বের হবেন না আমরা আপনাদের পাশে আছি এবং থাকব আপনারা সরকারের আদেশ অমান্য করবেন না সকল নিয়ম মেনে চলার মাধ্যমে করোনাভাইরাস মোকাবেলা করতে সকলে সক্ষম হব। সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে সাময়িক দুরত্ব ঘনিষ্ঠ বন্ধনে আবদ্ধ হয় সময়ের ব্যাপার মাএ ধৈর্য ধারণ করার আহবান জানান চেয়ারম্যান মোহাম্মদ সেলিম।