খুটাখালী বাজারে কমছেনা জনসমাগম
1 min readআবদুল মন্নান :: কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার খুটাখালীতে কমছেনা জনসমাগম।বিশ্বের মহামারী করোনা ভাইরাসে সচেতন হচ্ছেনা সাধারণ জনগণ।বাজারে সব সময় খোলা থাকে লোকজনের আড্ডার চায়ের দোকান।খুটাখালী বাজার কমিটি হাজারো পদক্ষেপ নেওয়ার পরে ও কেউ মানছেনা তাদের আদেশ।পুলিশ /সেনাবাহিনী যতক্ষণ পাহারা দেয় ততক্ষণ বাজারে মানুষের ভিড় থাকেনা,তখন দোকানপাট সব কিছু ও বন্ধ থাকে।কিন্তু প্রশাসন যাওয়ার পর পরই আবারো বেড়ে যায় জনসমাগম। প্রশাসনেরা এসে বিভিন্ন দোকানে জরিমানা করা সত্বে ও তাদের দোকান বন্ধ করাতে পারছেনা।
অন্যদিকে খুটাখালীর বিভিন্ন ওয়ার্ড লকডাউন দেওয়ার পর এলাকার দোকানে চলছে অনবরত আড্ডা ও জুয়ার আসর।খেলার মাঠগুলিতে সারাদিন থাকে জনসমাগম। রাস্তায় বেরিকেট দিয়ে পাড়ায় চলতেছে এসব অনৈতিক কাজ।রাস্তায় বেরিকেট দেখার কারণে প্রশাসন আর পাড়ায় ডুকতে পারেনা। এথেকে করোনা হওয়ার সম্ভাবনা দিন দিন বেড়ে চলেছে।
চকরিয়া উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি আপনারা শুধু খুটাখালী বাজারে নয়, খুটাখালীর প্রতিটি ওয়ার্ডে আপনাদের যাওয়া উচিৎ। বন্ধ করা উচিৎ সব আড্ডার দোকান ও খেলার মাঠ।