ক্ষমা চাই - Shimanterahban24
June 8, 2023

Shimanterahban24

Online News Paper


Warning: sprintf(): Too few arguments in /home/shimante/public_html/wp-content/themes/newsphere/lib/breadcrumb-trail/inc/breadcrumbs.php on line 254

ক্ষমা চাই

1 min read

[মুফতি আব্দুল্লাহ আল মামুন]

ইসলামে নিষিদ্ধ কাজগুলো করা পাপ, আবার ইসলামে নির্দেশিত বিধানগুলো পালন না করাও পাপ। আমরা দিনে পাপ করি। রাত্রে পাপ করি। প্রকাশ্যে করি। গোপনে করি। একা করি। ঐক্যবদ্ধভাবে করি। যেন পাপের সাগরে ডুবে আছি।
পাপে যেন স্থির না থাকি। পাপ থেকে ফিরে আসি। আল্লাহ বলেনঃ “তোমরা আল্লাহর দয়া থেকে নৈরাশ হয়ো না”।( যুমারঃ৫৩)।


*পাপ ছেড়ে দেই। পাপ অশান্তি সৃষ্টি করে। হৃদয়কে পাথরে পরিণত করে। পাপে অন্তরে কালো দাগ পড়ে । হাদীছ শরীফে বর্ণিত রয়েছে, রাসুল সঃ বলেছেনঃ “বান্দা যখন কোন গুনাহ করে তখন তার হৃদয়ে একটি কাল দাগ পড়ে। পরে যখন সে গুনাহ থেকে বিরত হয় এবং ক্ষমা প্রার্থনা করে ও তাওবা করে তখন তার হৃদয় উজ্জ্বল হয়ে যায়। কিন্তু সে যদি পুনরাবৃত্তি করে তবে কাল দাগ বৃদ্ধি পায়। এমনকি তার হৃদয়ের উপর তা প্রবল হয়ে উঠে”।
(তিরমিযীঃ৩৩৩৪)।
*তাই ক্ষমা চাই। আল্লাহ তা’আলা বলেনঃ “আল্লাহর কাছেই মাগফেরাত কামনা করো, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাকারী, করুনাময়”।(বাকারাঃ১৯৯)।
*ইস্তেগফার পাঠ করি। বিশ্ব নবী স.বলেন: “আমি প্রতিদিন একশ’ বার ইস্তেগফার (আস্তাগফিরুল্লাহ) পাঠ করে থাকি”।(মুসলিম৬৬১২)।
*তাওবা করি। রাসূল স: বলেন: “হে লোক সকল! তোমরা তাওবা করো, কেননা আমি আল্লাহর কাছে প্রতিদিন ১০০ বার তাওবা করি”।(মুসলিমঃ৬৬১০)।
তাওবা করলে আল্লাহ খুশি হন। রাসূল স. বলেন:” তোমাদের কেউ হারিয়ে যাওয়া কোন ব্যক্তি পেলে যতখানি খুশি হয়, আল্লাহ তা’আলা তোমাদের একজনের তাওবায় এর চেয়ে বেশি খুশি হন”। (তিরমিজিঃ৩৫৩৮)।
*পাপ যতই হোক, ক্ষমা চাই, আল্লাহ ক্ষমা করবেন। আনাস রা. থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি রাসূল স.-কে বলতে শুনেছি যে, আল্লাহ তা’আলা ইরশাদ করেছেনঃ “হে আদম সন্তান! তুমি যতদিন আমাকে ডাকতে থাকবে এবং আমার কাছে আশা করতে থাকবে তোমার পাপ যাই হোক না কেন আমি তা ক্ষমা করে দিব, এতে আমার কোন পরওয়া নেই। হে আদম সন্তান! তোমার পাপরাশি যদি আকাশের মেঘমালায়ও উপনীত হয়, এরপর তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, তবুও আমি সব ক্ষমা করে দিব, এতে আমার কোন পরওয়া নেই। হে আদম সন্তান! তুমি যদি যমীন পরিমান পাপরাশি নিয়েও আমার কাছে এসে উপস্থিত হও, আর আমার সঙ্গে যদি কিছুর শরীক না করে থাক, তবে আমি সেই পরিমান ক্ষমা ও মাগফিরাত তোমাকে দান করব”।
(তিরমিযীঃ৩৫৪০)।
তাই আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই।
তিনি যেন আমাদের ক্ষমা করেন।

লেখক: ফাজিল- জামেয়া আঙুরা। ইফতা ও আদব- মা’হাদুশ শায়খ ইলিয়াস রহঃ যাত্রাবাড়ী ঢাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.