কুমিল্লা লাকসাম উপজেলা সম্পূর্ণ লক ডাউন ঘোষণা করা হলো
1 min readমো:রবিউল হোসাইন সবুজ (কুমিল্লা জেলা প্রতিনিধি)।
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কুমিল্লার জেলার জেলাপ্রশাসক জনাব মো: আবুল ফজল মীর করোনো ভাইরাস ঝুঁকি মোকাবেলায় কুমিল্লা জেলাকে অবরুদ্ধ ( লকডাউন) ঘোষণা দিয়েছে।
লাকসাম সম্পূর্ণ লক ডাউন ঘোষণা করেছে উপজেলা নির্বাহী অফিসার এ,কে,এম সাইফুল আলম, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই ঘোষণা কার্যকর থাকবে। শুক্রবার (১০ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাস প্রতিরোধ কার্যক্রম জোরদার করার লক্ষ্যে ১০ এপ্রিল থেকে গোটা লাকসাম উপজেলা লকডাউন থাকবে। তবে জরুরী পরিসেবা যেমন চিকিৎসা, খাদ্যদ্রব্য ইত্যাদি এর আওতাবহির্ভূত থাকবে
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সড়ক/মহাসড়ক নৌপথে অনন্য কোন জেলা বা উপজেলা হতে লাকসামে কোন ব্যক্তি প্রবেশ করতে পারবে না এবং লাকসাম হতে কোন ব্যক্তি অনন্য কোন জেলা বা উপজেলায় যেতে পারবেনা।
সকল ধরনের গনপরিবহন ও জনসমাগম বন্ধ থাকবে।সকল ধরনের সিএনজি অটোরিকশা মিশুক ও রিকশা চলাচল বন্ধ থাকবে। তবে জরুরি পরিসেবা,চিকিৎসা সেবা, কৃষি সেবা খাদ্য পণ্য সরবরাহ এর আওতায় বহির্ভূত থাকবে। উপজেলার যে কোন সীমানা দিয়ে যানবাহন প্রবেশও প্রস্থান বন্ধ থাকবে।
অতীব জরুরি প্রয়োজন ব্যতীত ঘরের বাহিরে কেউ বাহির হবেন না সন্ধ্যা ৬.০০ ঘটিকার পর কেউ বাহির হবেন না।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ নির্দেশনা বলবৎ থাকে। উক্ত আদেশ অমান্যকারীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ আজ শুক্রবার থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে। উক্ত আদেশ অমান্যকারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও এতে উল্লেখ করা হয়।