করোনা ঠেকাতে পটিয়ায় খেলার মাঠে বসবে বাজার; ইউএনও ফারহানা জাহান উপমা
1 min readসেলিম চৌধুরী, পটিয়া থেকে :: চট্টগ্রামের পটিয়া করোনা সংক্রমণ ঠেকাতে উপজেলা প্রশাসন নানান পদক্ষেপ গ্রহণ করেছে। এর আগামীকাল থেকে কাঁচা বাজার নির্দিষ্ট শ্যাডে না বসিয়ে খেলার মাঠে বসাতে ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারহানা জাহান উপমা। সুএে জানা যায়, ভোর ৫টা থেকে সকাল ১১ টা পর্যন্ত পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ে মাঠে কাঁচা বাজার বসানোর ফলে ক্রেতাদের ভীড় যেমন কমবে,তেমনি সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রেতা-বিক্রেতারা কাঁচা তরি-তরকারী সহজ ভাবে বিকিকিনি করতে পারবে।
এদিকে বর্তমান পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখতে ১০ফুট পর পর বসবেন দোকানী । উপজেলা নির্বাহী অফিসার ফারহানা জাহান উপমা বাজার কমিটির নেতাদের সাথে বৈঠক করে এমন উদ্যোগ নেন ।এসময় পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারহানা জাহান উপমা বলেন,সারাদিন মাইকিং করা হয়। ভিড় এড়াতে লোকজনকে এ বাজারে এসে কেনাকাটা করতে অনুরোধ করা হয়েছে । এতে ব্যাপক সাড়া মিলবে । পর্যায়ক্রমে অন্য বাজার গুলোও খোলা মাঠে সরিয়ে নেওয়া হবে বলেও জানান তিনি। এ নারী কর্মকর্তা পটিয়া যোগদান করার পর থেকে বিরামহীন মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত বেজাল পন্যসামগ্রিই দোকানিকে জরিমানা এবং করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।