এক যুবক ও হুজুরের কথোপকথন
1 min read[খাদিজা আক্তার]
যুবকঃ হুজুর আমি সুন্দরী মেয়ে
দেখলে শুধু চেয়ে থাকি কিছুতেই
চোখ ফেরাতে পারিনা,
কি করবো হুজুর?
.
হুজুরঃ তাহলে এক গ্লাস দুধ ভরে নিয়ে আস, এমন
ভাবে আনবে যাতে পড়া পড়া অবস্থা, তবুও যেন না পড়ে।
.
যুবকঃ জ্বী, নিয়ে আসছি হুজুর।
.
হূজুরঃ এক গ্লাস দুধ নিয়ে এক কিলোঃ যাবে এবং
ফিরে আসবে, সাথে লাঠিসহ
একজন লোক থাকবে।
যদি এক ফোটা দুধ পড়ে তাহলে তোমাকে শাস্তি
দেওয়া হবে।
.
যুবকঃ ঠিক আছে। ছেলেটি শুধু গ্লাসের দিকে
তাকিয়ে গেছে আবার ফিরে এসেছে, কোন দিক তাকায় নাই, এক ফোঁটা দুধও পড়ে নাই।
.
হুজুরঃ এই রাস্তায় কয়টি মেয়ে দেখেছ?
.
যুবকঃ একটি মেয়েও দেখি নাই।
.
হুজুরঃ কেন দেখ নাই?
.
যুবকঃ কারণ এক ফোটা দুধ পড়লে
আমার শাস্তি হবে এই ভয়ে।
.
হুজুরঃ ঠিক, আল্লাহ্’কে এভাবে
ভয় করতে হবে, তাহলেই তুমি তোমার চোখকে
হেফাজত করতে পারবে!
.
আল্লাহ তায়ালা আমাদের সকলের
চোখকে হেফাজত রাখার তাওফিক
দান করুন। আমিন।