ইমামবাড়ী রহ.এর মাগফিরাত কামনায় ছাত্র জমিয়ত সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের খতমে কোরআন ও দোয়া অনুষ্ঠিত
1 min readকে, এম আতিকুর রহমান কামালি :: সদরে জমিয়ত খলিফায়ে মাদানি আল্লামা আব্দুল মুমিন শায়খে ইমামবাড়ী রহ. উপমহাদেশের অন্যতম হাদীস বিশারদ এবং বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় বুজুর্গ ও অনন্য এক ব্যক্তিত্ব ছিলেন। দীর্ঘদিন যাবত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতির পদে আদিষ্ট ছিলেন। জাতীর আধ্যাত্মিক এমন জাতীয় রাহবারের বিয়োগের সংবাদ পেয়ে দেশ-বিদেশে অনেকেই শোকাহত আজ। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে শোকের এ ছায়া আচ্ছন্ন করেছে অনেককেই। বিশেষ করে ‘জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ’ ও তাঁর অঙ্গসংগঠনের সর্বস্তরের কর্মীবৃন্দের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে।
দলের সভাপতির ইন্তেকালে কেন্দ্রীয় ছাত্র জমিয়তের কর্মসূচি ০৯-০৪-২০ হতে ১১-০৪-২০ইং শোক পালন বাস্তবায়নের লক্ষে গত ৯ এপ্রিল থেকে সৈয়দপুর শাহারপড় ইউনিয়ন ছাত্র জমিয়তের সংগ্রামী সভাপতি হাফিজ মাওলানা সৈয়দ হাবিব সালেহ’র উদ্দোগে সাধারণ সম্পাদক ছাত্রনেতা কে এম. আতিকুর রহমান কামালী’র প্রচেষ্টায় সংগঠনের সকল দায়িত্বশীল কর্মীগণ তাদের নিজ অবাস্থান থেকে একাধিকবার প্রবিত্র কোরআনের খতম এবং দক্ষিণ শাহারপাড়া শাহ কামাল রহ. জামে মসজিদে দোয়া পড়া হয়!
“পরওয়ার্দিগারে আলম যেন আমাদের এই মেহনত কে কবুল করুন,এবং শায়েখে ইমামবাড়ী রহ: এর দরজাত বুলন্দ করুন, আমিন!