হিলফুল ফুজুল ইসলামী সমাজ কল্যান পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ
1 min readকুলাউড়া প্রতিবেদক :: করোনা ভাইরাসে আতংকিত জাতির এই ক্রান্তিলগ্নে কুলাউড়া উপজেলার ১০ নং হাজীপুর ইউনিয়ন এর পীরেরবাজার, বিলেরপার, আমুলিরপার, বনগাও, দক্ষিন হাজীপুর ও পাবই গ্রামের কিছু সংখ্যক কর্মহীন মানুষের মধ্যে আজ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
হিলফুল ফুজুল ইসলামী সমাজ কল্যান পরিষদ এর দেশ বিদেশে অবস্থানরত সদস্যবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীদের অর্থায়নে অর্ধশতাদিক মানুষের মধ্যে এসব খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের দায়ীত্বশীল ও সদস্যবৃন্দ।