সুরমা ভিউ টোয়েন্টিফোর তহবিল থেকে খাদ্য সামগ্রী বিতরণ
1 min readনিজস্ব প্রতিবেদক :: করোনাভাইরাসের কারণে এই ক্রান্তিলগ্নে অসহায়, হতদরিদ্র ও কর্মহীন মধ্যবিত্ত পরিবারের জন্য সাহায্য তহবিল গঠন করেছে সুরমা ভিউ টোয়েন্টিফোর ডটকম।সুরমাভিউ পরিবার অসহায় মানুষের কাছে পৌছে দেবে প্রয়োজনীয় ত্রাণ সমাগ্রী। সমাজের দায়িত্ববোধ, বিবেকবান, হৃদয়বান ও বিত্তবানদের ‘সুরমা ভিউ ফান্ড’ এ সাহায্য করার অনুরোধ করা হয়েছিল।
১ম দফায় গতকাল বৃহস্পতিবার সিলেট এয়ারপোর্ট থানাধীন কাকুয়ারপাড় এলাকায় সুরমা ভিউ টোয়েন্টিফোর ডটকম′র সম্পাদক এমদাদুল হক সোহাগের বাসভবনে মধ্যবিত্ত ও দরিদ্রদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
যুক্তরাষ্ট্রের কানেক্টিকা বিএনপির আহবায়ক এবং আম্বিয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান, ও সুরমা ভিউ টোয়েন্টিফোর ডটকম এর উপদেষ্টা তৌফিকুল আম্বিয়া টিপুর অর্থায়নে এবং সুরমা ভিউ টোয়েন্টিফোর ′র শুভাকাঙ্ক্ষী নাট্যকার ইমতিয়াজ কামরান তালুকদার ও তরুণ সংগঠক মোহাম্মদ কয়েছ এর সহযোগিতায় আজ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ত্রান সামগ্রী বিতরণ কালে সার্বিক বিষয়ে দায়িত্ব পালন করেন সুরমা ভিউ টোয়েন্টিফোর ডটকম′র সম্পাদক এমদাদুল হক সোহাগ এবং ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক মোঃ আবু জাবের।