পরপারের কান্ডারী - Shimanterahban24
June 5, 2023

Shimanterahban24

Online News Paper


Warning: sprintf(): Too few arguments in /home/shimante/public_html/wp-content/themes/newsphere/lib/breadcrumb-trail/inc/breadcrumbs.php on line 254

পরপারের কান্ডারী

1 min read

[ইব্রাহিম হোসেন]

নূর নবী ধ্যানের ছবি আমার প্রিয় রাসুল,
পরপারের কান্ডারী তাঁর প্রেমে ব্যাকুল ।

পরকালে কঠিন দিনে থাকবে না কেউ আপন ,
মা বাবা চিনবে না, চিনবে না তো প্রিয় জন ।

পৃথিবীতে যত নবী করেছিলেন আগমন,
নাফসি নাফসি বলে তারা ভাসাইবেন দুই নয়ন ।

উম্মতের তরে রাসূল ভাসবেন নয়ন জলে,
আর্তনাদে চিৎকারে হাত দুটি তুলে ।

বলবেন আমার প্রিয় নবী আবু বকরকে ,
খোঁজ নিয়ে দেখো তুমি কঠিন দোযখে ।

উম্মাত যেন না পুড়ে নরক-অনলে ,
বারে বারে কাঁদেন নবী চোখের নোনা জলে ।

বলবেন নবী কোথায় আছ প্রিয় ওসমান গুনী ,
উম্মাতেরে পিয়াও তুমি কাওসারেরই পানি ।

হযরত আলী যাওনা তুমি ঐ মিজানের কাছে ,
পার করিবার তরে পাপী উম্মাতেরই মাঝে ।

বাবার কান্নায় মা – ফাতিমা কেঁদে জারে জার ,
দাওগো আল্লাহ মাফ করে দাও উম্মাতও বাবার ।

প্রিয় রাসূল উম্মাতের পারাপারের কান্ডারী ,
তিনি ছাড়া কেউ নিবেনা পারাপারের তরী ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.