নারীদের জন্য পর্দা তাদের স্বাধীনতা বা মর্যাদা ক্ষুণ্ণ করে না
1 min read
[সালিম মাহমুদ বিন জহির]
নারীদের জন্য পর্দা তাদের স্বাধীনতা বা মর্যাদা ক্ষুণ্ণ করে না; বরং তাদের মর্সযাদা ও সম্ভ্রম বৃদ্ধির জন্য জন্য পর্দা একটি অপরিহার্য সহায়ক বটে।
বর্তমানকালে কিছু কিছু পুরূষরা স্বীয় পাশব চরিত্র ও হীন প্রবৃত্তি চরিতার্থ করার স্বার্থে নারী স্বাধীনতা ও সমমর্যাদা ইত্যাদি মিষ্টি শ্লোগানে নারীদের কে প্রলুব্ধ ও বিভ্রান্ত করছে মাত্র।
বুদ্ধিমতী নারী সমাজ কে নিজেদের সম্ভ্রম ও মর্যাদা কিসে রক্ষা পায়, সে বিষয়ে গভীরভাবে চিন্তাভাবনা করা করা উচিত। নারী স্বাদীনতার নামে পাশ্চাত্য সভ্যতা আজ নারী সমাজকে নগ্ন ও উচ্ছিষ্ট এবং বাজারের পণ্যে পরিণত করছে। ফলে দাম্পত্য জীবনের সকল মাধুর্য ও পবিত্রতা ধুলায় লুন্ঠিত হয়েছে।
মহান আল্লাহ তা’য়ালার কালামে বহু আয়াত ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর আদর্শ ও বহু বানী এ গুরূত্ত্বপূর্ণ বিষয়ে দ্ব্যর্থহীন ভাষায় আমাদেরকে পথ নির্দেশ প্রদান করেছে।
অথচ মুসলমান হিসাবে আমাদেরকে দৃঢ়তার সাথে বিশ্বাস রাখতে হবে যে, ঐ পথ অবলম্বনের মধ্যেই সার্বিক কল্যাণ ও সমৃদ্ধি নিহিত।
মোটকথা, পর্দা অর্থ যেমন অবরোধ নয়, তেমনি স্বাধীনতা মানে নগ্নতা, বেহায়াপনা ও অবাধ মেলামেশা ও নয়।
কাজেই আমাদেরকে এ বিষয়ে বিশেষভাবে লক্ষ রাখতে হবে, লক্ষ রাখতে হবে।
লেখক: সীমান্তের আহ্বানের প্রতিনিধি।