করোনা সচেতনতায় নিজেই মাইকিং করছেন জেলা পরিষদ সদস্য আহাম্মদ আলী পোদ্দার রতন
1 min readমাহফুজার রহমান মাহফুজ :: করোনা ভাইরাসের বিস্তার রোধে সকলকে সচেতন করতে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার প্রধান প্রাধান সড়ক ও হাট বাজারে নিজেই মাইকিং করছেন কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য আহাম্মদ আলী পোদ্দার রতন।
বাংলাদেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকেই তিনি ধারবাহিক ভাবে নিজ অর্থায়নে মাক্স বিতরণ,করোনায় করনীয় শীর্ষক লিফলেট বিতরণ ও জনসচেতনতায় মাইকিং করে আসছেন।
তারই ধারাবাহিকতায় আজ ১০ এপ্রিল শুক্রবার দুপুর ২ টা হতে ফুলবাড়ী উপজেলার ছয়টি ইউনিয়নের রাস্তা ঘাট, হাট বাজারে মাইকিং ও লিফলেট বিতরণ করেছেন তিনি।মাইকিং কালে তিনি বলেন, আতংক নয় সচেতন হোন করোনা আক্রান্তের ঝুকি থেকে নিজে দুরে থাকুন পরিবারকে দুরে রাখুন।সামাজিক দুরত্ব বজায় রাখুন। বিদেশসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাড়ীতে আসলে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন মেনে চলুন।সাবান পানি দিয়ে বার বার হাত ধুয়ে নিন।জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না।সরকারি বিধি নিষেধ মেনে চলুন।প্রতিদিনই করোনার প্রাদুর্ভাব বেড়েই চলছে তাই ঘরে থাকুন,সুস্হ্য থাকুন।সচেতনতাই করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচার উপায়। আমারা সকলে মিলে সচেতন থেকে এই মহামারি প্রতিরোধ করবো ইনশা আল্লাহ্।