কক্সবাজার উখিয়ায় বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে আগুন
1 min read
শাহেদ হোসাইন মুবিন, কক্সবাজার জেলা প্রতিনিধি।।
কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ৯ এ আগুনে ৪টি দোকান ও ১টি বসতবাড়ি পুড়ে গেছে। খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই এম.এস.এফ ও পুলিশ ক্যাম্পের আগুন নিভানোর ফায়ারস্টোন ও টিউবলের পানির মাধ্যমে আগুন নেভানোর সক্ষম হয় । তবে এতে প্রাণহানির ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার রাত ৮টায় এ আগুনের ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী রোহিঙ্গারা জানান, ক্যাম্পে বিভিন্ন এনজিও, আইএনজিও যত্রতত্রভাবে গ্যাস সিলিন্ডার বিতরণ করেছে রোহিঙ্গাদের মাঝে। যেগুলো রোহিঙ্গারা যথাযথ ব্যবহার জানে না। রোহিঙ্গা ক্যাম্পে এ পর্যন্ত যতটি আগুনের সূত্রপাত হয়েছে সব গ্যাস সিলিন্ডার থেকে। এটিও গ্যাস সিলিন্ডার দুর্ঘটনা ঘটেছে বলে তাদের দাবি। স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনায় রোহিঙ্গারা বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে বলে জানান অন্যান্য রোহিঙ্গারা।
স্থানীয় জনপ্রতিনিধি জানান রোহিঙ্গা ক্যাম্পের কাঁচাবাজারের পার্শ্ববর্তী অবস্থিত স্থানীয় রিকশাচালক জামাল হোসেন (৪৫) এর বাড়িতে আগুন লাগলে তা পরবর্তীতে পাশে অবস্থিত দোকানে ছড়িয়ে পড়ে ২০-২৫ অগ্নিকান্ডে ৩-৪ টি দোকান ও ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। সকলের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সক্ষম হয়েছে।