উখিয়ায় স্থানীয় ও রোহিঙ্গার ৫ স্থাপনা পুড়ে ছাঁই; ব্যাপক ক্ষয়ক্ষতি - Shimanterahban24
June 9, 2023

Shimanterahban24

Online News Paper


Warning: sprintf(): Too few arguments in /home/shimante/public_html/wp-content/themes/newsphere/lib/breadcrumb-trail/inc/breadcrumbs.php on line 254

উখিয়ায় স্থানীয় ও রোহিঙ্গার ৫ স্থাপনা পুড়ে ছাঁই; ব্যাপক ক্ষয়ক্ষতি

1 min read

নিজস্ব সংবাদদাতা,উখিয়া,কক্সবাজার।

কক্সবাজারের উখিয়ার বালুখালী পশ্চিম পাড়ার রিকসা চালক জামাল হোসেনের বাড়ির গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে ওই বাড়ি সহ পার্শ্ববর্তী ক্যাম্পের রোহিঙ্গাদের ৪ টি দোকান পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে বালুখালী পশ্চিম পাড়ার স্থানীয় রিকসা চালক জামাল উদ্দিনের বসত বাড়িতে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে পাশ্ববর্তী ৯ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের বি- ব্লকের ২৬ নং শেডের কয়েকটি রোহিঙ্গাদের দোকানও পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আনার পূর্বে স্থানীয় বসতবাড়ি ও রোহিঙ্গাদের ৪টি দোকান আগুনে পুড়ে যায়।

উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমদাদুল হক জানিয়েছেন- বালুখালী পশ্চিম পাড়ায় গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের একটি ইউনিট গিয়ে স্থানীয় ও রোহিঙ্গাদের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এতে স্থানীয় মোঃ হোসেনের ছেলে জামাল হোসেনের বাড়ী পুড়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া পাশ্ববর্তী ৯ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের বি- ব্লকের ২৬ নং শেডের রোহিঙ্গাদের ৪ টি দোকানও পুড়ে গেছে। সব মিলিয়ে প্রায় চার লক্ষ টাকার মত ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.