ইমামবাড়ী রহ.এর মাগফিরাত কামনায় ছাত্র নেতা ত্বোহা হোসাইন সকলের নিকট দোয়া প্রত্যাশী
1 min readএইচ এম জিয়াউর রহমান : খলিফায়ে মাদানী, সদরে জমিয়ত, শায়খুল হাদিস আল্লামা আব্দুল মুমিন শায়খে ইমামবাড়ী রহ. এর মাগফিরাত ও দরজাবুলন্দীর জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়তের সংগ্রামী সভাপতি ছাত্র নেতা ত্বোহা হোসাইন। তিনি আজ তার ব্যক্তিগত ফেসবুক একাউন্টে একটি স্ট্যাটাস দিয়ে বলেছেন ছাত্র জমিয়ত বাংলাদেশ, সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে জমিয়তের কেন্দ্রীয় সভাপতি আল্লামা শায়খ আব্দুল মুমিন ইমামবাড়ী রহ.এর আত্মার মাগফিরাত কামনা করতঃ দুটি “কুরআন খতম” করা হয়েছে।
প্রত্যেক মুসলমান ভাই-বোনদের নিকট খতমের কবুলিয়্যাত ও শায়খ রহ. এর দরজা বুলন্দীর জন্য দুয়া প্রার্থী।
আল্লাহ তা’য়ালা প্রিয় শায়খ রহ. কে জান্নাতুল ফেরদাউসে উচু মাকাম দান করুন।