অসহায় ইমামদের পক্ষ থেকে বলছি
1 min read[আবুল হাসানাত]
প্রিয় প্রশাসন!
এই করোনাভাইরাসের সময় নিজের জীবন বাজি রেখে যে চেষ্টা করছেন সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ।
কথা হল,মসজিদে পাঁচের অধিক মুছল্লি হলে ইমামকে আটক করার চেষ্টা করবেন না! এখানে ইমাম কিছু করার মত নয়। কারণ, ইমাম বেচারা অসহায়! চামার, খামার, সুধখোর, ঘুষখোর সবাই ইমামকে ধমক দিতে যানে! ঘরে স্ত্রীর সাথে কিছু হলে মসজিদে এসে ইমামের সাথে ঝাল মিটায়। এরা গায়ের জোরে ইমামের কথা না শুনে মসজিদে ঢুকে যায়। তাই মসজিদে পাঁচের অধিক নামাযি দেখলে অদেরকে জিজ্ঞেস করুন, প্রয়োজনে পরিচালনা কমিটির সবাইকে গ্রেফতার করুন। কিন্তু ইমামকে কেন গ্রেফতার করবেন? খেলার মাঠে দেখা যায় কত মানুষ জমায়েত হয়, কিন্তু দেখি তারাতো নিরাপদে খেলাচ্ছে। তাদের ব্যপারে কঠুর পদক্ষেপে নিলে অবশ্যই এত জমায়েত হত না। প্লিজ অযথা ইমামদেরকে হয়রানি করবেন না।
লেখক: সীমান্তের আহ্বানের সম্পাদক মণ্ডলীর সভাপতি।