সাময়িক সামাজিক দূরত্ব করোনা থেকে বাঁচতে সক্ষম; সেলিম চৌধুরী
1 min readপটিয়া প্রতিনিধি।।
দৈনিক জনতা ও দৈনিক ইনফো বাংলা পটিয়া ও চট্টগ্রাম জেলা প্রতিনিধি আমাদের নিজস্ব প্রতিবেদক সাংবাদিক সেলিম চৌধুরী বলেছেন,
-মহামারী করোনাভাইরাস মোকাবেলা করতে সাময়িক সামাজিক দুরত্ব বজায় রাখতে পারলে এ সংকট মোকাবেলা করতে সক্ষম হবে। সরকার যথাযত প্রদক্ষেপ গ্রহণ করেছে। দূরত্বের বিপরীত শব্দ জীবন, সুতরাং দূরে থাকো, নিজে বাঁচো, অপরকে বাঁচাও, ভালোবাসা দিয়ে নৈকট্য বাড়াও। এই সাময়িক দূরত্ব বন্ধু তোমাদের চিরকাছে থাকার অন্যতম উপায়, দূরে থাকো ক্ষাণিক, বেঁচে থাকলেতো অনেক সময় পাবে। এখন আরো সতর্কতা প্রয়োজন, মৃত্যুপাগল করোনা বাংলার উঠোনে উঠোনে নাচছে। ঘরে থেকো। স্বাস্থ্যবিধি মেনে চলো।
আপাতত অপ্রয়েজনীয় আবেগ/ সৌজন্য ত্যাগ করো। হ্যান্ডশেকের বদলে সালাম/ আদাব বিনিময় করতে পারো। ধর্মীয় নিয়ম বিধি ও শিষ্টাচার সবাই মেনে চললে এই সংকটে নিরাপদ থাকা যেতে পারে। পরিস্কার পরিছন্নতা সচেতনতা ধৈর্য মানুষকে উচ্চ শিখরে পৌঁছাতে সহায়ক ভুমিকা পালন করে। সরকারের নিয়ম মেনে চললে করোনাভাইরাস মোকাবেলা করতে সক্ষম হবে দেশবাসী আসুন আমরা নিজেরা সচেতন হয় অন্যজনকে সচেতন করি আল্লাহ নিকট প্রার্থনা করি এ মহামারি করোনাভাইরাস মোকাবেলা করে আল্লাহকে বেশি বেশি করে ডাকার তৌফিক দান করুন আমিন ।