শবে বরাতের আরাধনা - Shimanterahban24
June 5, 2023

Shimanterahban24

Online News Paper


Warning: sprintf(): Too few arguments in /home/shimante/public_html/wp-content/themes/newsphere/lib/breadcrumb-trail/inc/breadcrumbs.php on line 254

শবে বরাতের আরাধনা

1 min read
শবে বরাত

[ইব্রাহিম হোসেন]

নুর নবী প্রিয় নবীর প্রিয় মাস শা’বান ,
পাপী বান্দা মাফ করেন আল্লাহ মেহেরবান ।

বার মাসের একটি মাস শাবান মাসের চাঁদ,
জাগবো বলে রাত্রি আমার মনে বড় সাধ ।

শাবান মাসের চৌদ্দ তারিখ দিনের পরে রাত,
পাপের কথা স্মরণ করে করব মুনাজাত ।

দিনের বেলায় রাখবো রোযা রাত্রে সারারাত,
ক্ষমার আশায় প্রভুর দ্বারে তুলবো দুটি হাত ।

সরল পথে চালাও খোদা মোদের বার মাস ,
পাপ মোচন করে তুমি দিল করে দাও সাফ ।

বালা মুসিবত থেকে তুমি মুক্তি দিও সবে ,
আরো দিও ব্যাধি তোমার মাটির তলে দেবে ।

বিশ্ববাসীকে রেখো তুমি তোমার ছায়ার তলে,
ঢেকে রেখো সদা তাদের রহমতেরই জালে ।

মহিমান্বিত রাত শবে বরাত আজ ,
এই অছিলায় মাফ করে দাও পাপীর যত পাপ ।

হাত তুলেছি মাওলা মোরা পাপে ভরা হাত ,
ফিরিয়ে দিওনা মাওলা দাওগো তুমি নাজাত ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.