মানুষ হব, মানুষ (কবিতা) - Shimanterahban24
June 5, 2023

Shimanterahban24

Online News Paper


Warning: sprintf(): Too few arguments in /home/shimante/public_html/wp-content/themes/newsphere/lib/breadcrumb-trail/inc/breadcrumbs.php on line 254

মানুষ হব, মানুষ (কবিতা)

1 min read

[কাকলী আক্তার মৌ]

বই পত্তর ঘে‌টে ঠিকই-
মস্ত হ‌লে জ্ঞানী,
মানুষটা শুধু রয়েই গে‌লে-
দু-পায়েরই প্রা‌ণি।

মানুষ য‌দি হ‌তে তু‌মি-
আচরনও হত তাই,
মানবিকতার সুঘ্রাণ ভ‌রে-
হিংসা হইত ছাই।

কিন্তু তোমার আচর‌ন এ‌কি-
মানু‌ষের দেখা কই?
যাহা দে‌খে স্ব‌গৌর‌বে-
আত্ম হারা হই?

মানুষ তু‌মি হতে য‌দি-
সবুজ শ্যামল ভ‌বে,
তোমার কর্ম দে‌খে দে‌খে-
স্মরন করত স‌বে।

ব্যর্থ তোমার শিক্ষা জীবন-
ব্যর্থ ম‌সি খাতা,
ব্যর্থ তোমার শৈশব কাল-
ব্যর্থ মাতা পিতা।

ব্যর্থ তোমার শিক্ষা গুরু-
ব্যর্থ তোমার সবি,
তাইতো তু‌মি পাও‌নি দেখা-
মানবতার র‌বি।

লেখক: সীমান্তের আহ্বানের নিয়মিত লেখক। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.