মানুষ হব, মানুষ (কবিতা)
1 min read[কাকলী আক্তার মৌ]
বই পত্তর ঘেটে ঠিকই-
মস্ত হলে জ্ঞানী,
মানুষটা শুধু রয়েই গেলে-
দু-পায়েরই প্রাণি।
মানুষ যদি হতে তুমি-
আচরনও হত তাই,
মানবিকতার সুঘ্রাণ ভরে-
হিংসা হইত ছাই।
কিন্তু তোমার আচরন একি-
মানুষের দেখা কই?
যাহা দেখে স্বগৌরবে-
আত্ম হারা হই?
মানুষ তুমি হতে যদি-
সবুজ শ্যামল ভবে,
তোমার কর্ম দেখে দেখে-
স্মরন করত সবে।
ব্যর্থ তোমার শিক্ষা জীবন-
ব্যর্থ মসি খাতা,
ব্যর্থ তোমার শৈশব কাল-
ব্যর্থ মাতা পিতা।
ব্যর্থ তোমার শিক্ষা গুরু-
ব্যর্থ তোমার সবি,
তাইতো তুমি পাওনি দেখা-
মানবতার রবি।
লেখক: সীমান্তের আহ্বানের নিয়মিত লেখক।