বিশ্বনাথে লজিং বাড়িতে মাদ্রাসা ছাত্র খুন
1 min readফরিদ আহমদ ফেরদাউস।।
সিলেটের বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের সিরাজপুর গ্রামে নিজ লজিংয়ে নির্মমভাবে হত্যার শিকার হয়েছেন বিশ্বনাথ কামিল মাদরাসার আলিম পরিক্ষার্থী হাফিজ নুরুল আমীন ওরফে লাইস মিয়া। জগন্নাথপুর উপজেলার শ্রীরামসি গ্রামে তার বাড়ি।ঘটনাটি গতকাল বুধবার মধ্যরাতে সিরাজ পুর গ্রামের সেলিম মিয়ার বাড়িতে ঘটে।
খবর পেয়ে পুলিশ রাতেই লাশ উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে মর্গে পাঠায়।জানা যায়, তার পেটে, বুকে ও পায়ে ধারালো অস্রের একাধিক আঘাত রয়েছে।জিজ্ঞাসা বাদের জন্য লজিং মাস্টার সেলিম মিয়া ও তার পুত্র আশফাক আহমদ রাতুলকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।