পটিয়ায় সামাজিক দূরত্ব মানছেনা ১০ টাকা কেজি চাল উপকার ভোগিরা
1 min readপটিয়া প্রতিনিধিঃ- চট্টগ্রামে পটিয়ায় নোবেল করোনা ভাইরাস প্রতিরোধ সামাজিক দূরত্ব মানছেনা সরকার প্রদক্ত ১০ টাকা চাল উপকার ভোগিরা। সামাজিক দুরত্ব বজায় না রেখে খাদ্যবান্ধব কর্মসূচীর আওয়তায় হতদরিদ্র মাঝে ১০টাকা কেজি চাল বিতরন করা হয়েছে। সাধারণ সতর্কতা অবলম্বন করে আপনি এই ভাইরাসটির সংক্রমণ ও বিস্তারের ঝুঁকি কমিয়ে আনতে পারেন।
সে খানে বৃহস্পতিবার সকাল থেকেই উপজেলা সদর ও পটিয়া পৌরসভা কার্যালয়ের সামনে শত শত নারী, পুরুষ উপস্থিত হয়। যাদের কেউ সামাজিক দূরত্ব মানেনি । এদিকে পটিয়া থানা পুলিশ ছুটে গেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ।জানাযায় নোবেল করোনা ভাইরাস প্রতিরোধ খাদ্যবান্ধব কর্মসূচীর আওয়তায় হতদরিদ্র মাঝে প্রতিদিন ৫ কেজি করে দুইশ অসহায় ও দরিদ্র পরিবারকে ১০টাকা কেজি চাল বিতরন করা হবে। কিন্তু এই চাউল নিতে দুইটি স্পটে প্রায় দুই হাজার নারী ও পুরুষ, শিশুসহ ছুটে গেছেন। যাদের কেউ সামাজিক দূরত্ব মানেনি । এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পটিয়া থানা পুলিশ পৌরসভা সদরে ছুটে যান।পটিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ জানিয়েছেন, সামাজিক দূরত্ব বজায় না রাখলে কাউকে চাউল প্রদান করবেন না। প্রতি সপ্তাহে ৩দিন এবং প্রতিদিন ২০০জন দরিদ্র পরিবারকে এই চাউল প্রদান করবেন।তিনি আরো বলেন সামাজিক দূরত্বের বিষয়টি নিশ্চিত হওয়ার পর চাউল বিতরণের আনুষ্ঠানিকভাবে শুরু করি।এসময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ফারহানা জাহান উপমা, পটিয়া থানার সেকেন্ড অফিসার আবদুল খালেদ, পটিয়া পৌরসভা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এমএন নাছির, পটিয়া পৌরসভা যুবলীগ সাধারণ সম্পাদক রফিকুল আলম, পটিয়া থানার উপ-পরিদর্শক মোহাম্মদ মোরশেদ উপস্থিত ছিলেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বার বার চেষ্টা ছালিয়েছেন যাতে সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য কিন্তু কে শুনে কার কথা নারী পুরুষের জটলা ছাড়াও কার আগে কে চাল নেবে একে অপরের সাথে ধাক্কাধাক্কি শুরু করতে দেখা যায়।