ঝড় তুফানে লণ্ডভণ্ড গোয়াইনঘাট
1 min readআবু তালহা তোফায়েল :: ০৯ এপ্রিল (বৃহস্পতিবার) রাতে সীমান্তবর্তী এলাকা সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বজ্রপাত, ঝড়, শিলাবৃষ্টিতে উপজেলার গরীব ও অসহায়দের কুড়ে ঘর লণ্ডভণ্ড করে দিয়েছে।
ভোরবেলা ফজরের নামাজ আদায় করে তাদের খোঁজ খবর নিতে বের হন গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ।
তিনি সীমান্তের আহ্বানকে জানান, কুড়ে ঘরেরএতো যে নাজেহাল অবস্থা, দেখতে বুঝা যায় যায় যে, মানুষ থাকা ঘরের অস্থিত্ব মিটে যাচ্ছে। মনে হচ্ছে বাহিরাঘর, কোনো কাজের নয়; আসলে অসহায়রা এই কুড়ে ঘরেই জীবিকা নির্বাহ করছে। মোটকথা ব্যপকভাবে তাদের ক্ষতি হয়ে পড়ছে।
হঠাৎ করে এমন ঝড় তুফানে মানুষ তার কুড়ে ঘর বাঁচাতে পারেনি। নিম্ন আয়ের মানুষরা দেশের এই দুর্যোগময় পরিস্থিতিতে খেয়ে দেয়ে বাঁঁচবে কীভাবে, তা নিয়েই তাদের চিন্তার শেষ নেই; আবার ঘরবাড়ি ঠিক করতে হবে!
এমন পরিস্থিতি কেটে উঠা কঠিন হয়ে পড়ছে তাদের জন্য।