ঘরে ঘরে খাদ্য সামগ্রী বিতরণ করেন ইউপি সদস্য শফিকুল ইসলাম
1 min readএন এম সিকদার।।
করোনা ভাইরাস সংক্রমনকে কেন্দ্র করে দেশের দুর্যোগময় মূহুর্তে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের তুমব্রু গ্রামের কর্মহীন, গরীব-অসহায়দেরকে ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী বিতরন করেছেন ইউপি সদস্য শফিকুল ইসলাম।
বুধবার (৮ এপ্রিল) ঘুমধুমের নিম্ন আয়ের কর্মহীন হতদরিদ্রদের মাঝে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের ও ঘুমধুম ইউনিয়ন পরিষদের তহবিল থেকে পাওয়া তুমব্রু ১নং ওয়ার্ডের হতদরিদ্রদের মাঝে ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন ঘুমধুম ইউপি সদস্য শফিকুল ইসলাম।
ইউপি সদস্য শফিকুল ইসলাম সাংবাদিককে বলেন,মহামারী এই করোনা ভাইরাসের কারনে সারাদেশের ন্যায় নাইক্ষ্যংছড়ি উপজেলাকে লক ডাউন ঘোষণা করা হয়েছে। লক ডাউন ঘোষণা করার কারনে দুস্থ্য ও দরিদ্র মানুষগুলো খাদ্য সংকটে পড়েছে। তাই সংকটময় সময়ে দরিদ্র ও দুস্থ্য মানুষের বাড়ী বাড়ী গিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী পৌছে দিয়েছি। সাধারণ মানুষের যেকোন দুর্যোগের সময় তাদের পাশে থাকার কথাও বলেন তিনি।