কেন্দ্রীয় সভাপতির ইন্তেকালে সুনামগঞ্জ জেলা জমিয়তের শোক প্রকাশ
1 min read
এইচ এম জিয়াউর রহমান :: শতবর্ষী প্রাচীন ইসলামী রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি, দেশবরেণ্য প্রবীণ বুযূর্গ আলেমে-দ্বীন এবং বৃটিশবিরোধী আযাদী আন্দোলনের সিপাহসালার শায়খুল আরবে ওয়াল আযম আল্লামা হুসাইন আহমদ মাদানী (রাহ.)এর অন্যতম প্রিয় বিশিষ্ট খলীফা আল্লামা আব্দুল মু’মিন শায়েখে ইমামবাড়ি (রাহ.) এর ইন্তিকালে গভীর শোকপ্রাকাশ করেছেন সুনামগঞ্জ জেলা জমিয়ত নেতৃবৃন্দ। আজ এক বিবৃতিতে জেলা সভাপতি, কেন্দ্রীয় সহসভাপতি, সাবেক এমপি মাওলানা শাহীনূর পাশা চৌধুরী ও সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী।
শোকবার্তায় নেতৃদ্বয় বলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি, সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহ্ এর সরাসরি ছাত্র ও বিশিষ্ট খলীফা আল্লামা আব্দুল মোমিন, শায়খে ইমামবাড়ি দেশের এক সংকটময় সময়ে মৌলার সান্বিধ্যে চলে গেলেন। নেতৃদ্বয় গভীর শোক প্রকাশ করে বলেছেন, ইলম ও কামালাত এবং রাজনৈতিক সচেতনতা সম্পন্ন ব্যক্তিত্ব শায়েখে ইমামবাড়ি হযরতের মতো দ্বিতীয় আরেকজন পাওয়া দুষ্কর। তাঁর ইন্তেকালে দেশবাসী বিশেষ করে জমিয়ত পরিবার এতীম হয়ে গেল এবং আমরা একজন অবিকল্প মুরব্বীহারা হয়ে গেলাম।
নেতৃদ্বয় আরো বলেন, আল্লাহ্ তা’আলা গাফুরুর রাহীম মরহুম সদরে জমিয়তের যাবতীয় ইবাদতগুলি কবুল করুন এবং দোষ-ত্রুটিগুলো মাফ করে স্বীয় রহমতের চাদরে ঢেকে নিন এবং মরহুমের পরিবার পরিজন ও মুরিদ মু’তাকীদদেরকে ধৈর্য ধারণ করার তাওফীক দান করুন। আমীন।