কালবৈশাখী ঝড়ে রুবেলের বসতঘর লণ্ডভণ্ড; গোয়াইনঘাট থানা পুলিশের সহায়তা
1 min readজুবায়ের আহমেদ :: গতকাল ৮এপ্রিল বুধবার দিবাগত রাত অনুমানিক ৩ঘটিকার সময় কালবৈশাখী ঝড়ে গোয়াইনঘাট উপজেলার ৪ নং ইউনিয়নের লেংগুড়া গ্রামের তরুণ উচ্চ শিক্ষিত মেধাবী ছাত্র পিতৃহারা মোঃ রুবেল আহমদের বসতঘর লণ্ডভণ্ড করে দিয়েছে।
এই সংবাদ পেয়ে মেরামতে আর্থিক সহযোগিতার হাত বাড়ালেন গোয়াইনঘাট থানা পুলিশ।
ভাই বোন আর বিধবা মাকে নিয়ে খোলা আকাশের নিচে ঠাই হওয়া রুবেলের শেষ সম্বল ঘড়টি কালবৈশাখী ঝড়ে ভেঙে যাওয়ার খবর পেয়ে তাৎক্ষণিক ছুটে যান গোয়াইনঘাট থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ এবং ওসি তদন্ত হিল্লোল রায়।