করোনা সংকটের জনসেবায় পুলিশের পাশে এস আলম গ্রুপ
1 min readসেলিম চৌধুরী, পটিয়া প্রতিনিধি।।
করোনা মহামারিতে যারা সবচেয়ে বেশি নিবেদিত হয়ে কাজ করছেন তারা হলেন বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা। করোনাভাইরাস
আক্রান্তদের হাসপাতালে নিয়ে যাচ্ছেন পুলিশ, কবর খনন করছেন পুলিশ, জানাজা পড়ছেন পুলিশ, দাফনেও পুলিশ। সে পুলিশের পাশে এসে
দাড়িয়েছেন দেশের শির্ষ শিল্পপতি দাঁড়ালেন এস আলম গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল আলম মাসুদ (সাহেব) করোনা ভাইরাস প্রতিরোধে নিজেকে সুরক্ষিত রেখে কাজ করার জন্য তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে দুই হাজার (২০০০) পিস পিপিই হস্তান্তর করলেন এস আলম গ্রুপ। এস আলম গ্রুপের পক্ষে চেয়ারম্যান পি.এস আকিজ উদ্দিন চৌধুরী। চট্টগ্রাম নগর পুলিশ কমিশনারের কার্যালয়ে মাননীয় পুলিশ কমিশনার জনাব মাহবুবর রহমান এর কাছে পিপিই গুলো হস্তান্তর করেন।
আকিজ উদ্দীন চৌধুরী বলেন: এই মহামারি প্রতিরোধে পুলিশকে যতো রকমের সহযোগিতার প্রয়োজন তা এস-আলম গ্রুপ করে যাবেন। উনি আরও বলেন পুলিশ জনতার বন্ধু তাই পুলিশের সাথে এস-আলম গ্রুপ আগেও ছিল এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকবেন।