একটা কল ও এসএমএস পাওয়া মাত্র খাদ্যসামগ্রী পৌঁছে দিয়ে আসছেন সাবেক ছাত্রদলনেতারা
1 min readনিজস্ব প্রতিনিধি, রামু।।
বৈশ্বিক মহামারী করোনা COVID-19 এর ছোঁয়ায় হতবিহবল তাবত দুনিয়ার মানবজাতি। এই মরনব্যধি থেকে বাঁচার জন্যে সর্বোচ্চ সচেতনতার লক্ষ্যে জাতীয় পর্যায়ে সিদ্ধান্ত হয় হোমলকডাউনে থাকার। হোমলকডাউনে থাকতে গিয়ে অসংখ্য পরিবার হয়ে উঠছে কর্মহীন।
দেখা দেয় খাদ্যঅভাব হত দরিদ্রদের মাঝে। উক্ত অসহায় পরিবারের পাশে দাড়ায় জাতীয়তাবাদী ছাত্রদলের একটা টিম। নির্দিষ্ট একটা ইউনিয়নকে ঘিরে। রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ৪৮০ পরিবারের মাঝে জমায়েত বিহীন ঘরে ঘরে গিয়ে ত্রাণ পৌঁছে দেন কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি রেজাউল করিম টিপুর নেতৃত্বাধীন একটা টিম।
সার্বিক এই কার্যক্রমে রামু উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, সাবেক সহসভাপতি দেলোয়ার হোসেন, সাবেক যুগ্ন সম্পাদক জিয়াউল হক রাসেল, কচ্ছপিয়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি আনোয়ার হোসেন শাহীন, সাবেক উপজেলা ছাত্রদলের স্কুল বিষয়ক সম্পাদক ইরফান মোঃ সিফাত হিমু ও ইউনিয়নের সহসভাপতি তৌহিদুল ইসলাম দিনরাত সার্ভিস দিয়ে যাচ্ছেন মানব কল্যাণে। তাদের সাথে ইউনিয়ন বিএনপি যুবদলের নেতৃবৃন্দরাও শরীক হচ্ছেন প্রতিনিয়ত।
তাদের উদ্যোগ ও কার্যক্রমে উদ্ভোদ্দ হয়ে প্রবাসী সহ বিভিন্ন পেশার মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ার শংকায় লকডাউনে থাকার নির্দেশনা কঠোর হয়ে গেছে। তাই এখন মধ্যবিত্ত পরিবারও খাদ্য সংকটে পড়ে গেছে। এমতাবস্থায় অসহায় কোন পরিবার ফোনে এসএমএস ও কল দিলেই নির্দিষ্ট পরিবারে খাদ্য সামগ্রী নিয়ে হাজির হয়ে যায় ছাত্রদলের নেতারা।
খাদ্য সামগ্রীতে রয়েছে চাউল, আলু, পেয়াঁছ, সয়াবিন তৈল, ডাল, লবন ও ডেটল সাবান। ফোন পাওয়া মাত্র তাদের হাত বাড়িয়ে দেওয়া মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত মনে করছেন এলাকাবাসী। ‘মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে’ লেখার মর্মার্থ পরিলক্ষিত তাদের কার্যক্রমে। মানবতার জয় হউক।