‘ইমপাওয়ার মি’র কক্সবাজারের অবহেলিত অঞ্চলে ত্রাণ সহায়তা
1 min readমুহিব উল্লাহ মুহিব :: কক্সবাজার জেলার রামু উপজেলাধীন গর্জনিয়া -কচ্ছপিয়া ইউনিয়নে মহামারি করোনা ভাইরাসের কারণে দুই ইউনিয়নের বাসিন্দা অসহায় হয়ে পড়েছে। তাই ‘ইমপাওয়ার মি’র সদস্যেরা অসহায়, দিনমজুর, প্রতিবন্ধী, বিধবা,রিক্সাচালক এবং কৃষকদের কথা বিবেচনা করে খাদ্য সামগ্রী নিয়ে সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে তাদের দরজায় দরজায় ছুঁড়ে যান। এ সময় তারা ১০০ টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
‘ইমপাওয়ার মি’র প্রজেক্ট কো-অরডিনেটর আব্দুল্লাহ মুহাম্মদ কাউছর বলেন”ইমপাওয়ার মি এর প্রতিষ্ঠাতা পরিচালক শাহ লালন আমিন গর্জনিয়া-কচ্ছপিয়ার এই দুই প্রত্যন্ত ইউনিয়নের কথা বিবেচনা করে আমাকে অসহায়, হতদরিদ্র, দিনমজুর এবং বিধবাদের জন্য একটি প্রজেক্ট বরাদ্দ রাখে। আমরা আল্লাহ তায়ালার কাছে প্রতি কৃতজ্ঞ। আমি অসংখ্য ধন্যবাদ জানায় Empower Me পরিবারকে কেননা উনাদের মানবিক চিন্তা করার কারণে আজ আমার গ্রামের অসহায়দের পাশে সামান্য খাদ্যসামগ্রী নিয়ে দাঁড়াতে পারছি এবং সারাদিন যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি”।
খাদ্য সামগ্রী বিতরণের সময় প্রকল্প পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ কাউছার সহ স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন মো.কফিল উদ্দীন ফারুক,শিহাব উদ্দীন,মোহাম্মদ ইমরান বাবু,আব্দুল হান্নান ইমন,মো.তামিম মোরতাফা,মো.জুয়েল,মুহাম্মদ মোহাম্মদ উল্লাহ,মো.খোরশেদ,মো.মিজানুর রহমান,মো.রহমত উল্লাহসহ আরো অনেকই।