আজ কাংখীত শবেবরাত
1 min readএতে অনেক আমল করণীয় আর অনেক কাজ বর্জনীয়।
লেখক: সাইদুজ্জামান আল হায়দার
#করণীয়: আমল যথা;
১- কোরআন শরীফের তিলাওয়াত।
২- আল্লাহ তা’আলার যিকির।
৩- অতীত জীবনের ছুটে যাওয়া কাযা নামাজ পড়া।
৪- নফল নামায পড়া।
৫-কবর যিয়ারত করা।
৬-জীবনের সমূহ পাপের ব্যাপারে অনুতপ্ত হয়ে বেশি বেশি তাওবা ও ইস্তেগফার করার চেষ্টা করা।
৭-আমাদের নিজের সকল প্রয়োজনের জন্য এবং বিশেষ করে সমগ্র মুসলিম বিশ্বের করোনা ভাইরাসসহ সকল মুসিবত থেকে মুক্তির জন্য দু’আ করা।
৮-আর পরের দিন রোযা রাখার চেষ্টা করা।
৯-আদ্দুররুল মুখতারে এই রাতে গোসল করাকে মোস্তাহাব লিখেছেন; বিধায় আমরা অসুস্থ না হলে গোসল করা।
১০- আত্মীয় – স্বজনদের খবর নেয়া।
উল্লেখিত আমলসমূহ ছাড়া মনগড়া সর্বপ্রকার কাজ বিদআত অর্থাৎ বর্জনীয়।