আজ কাংখীত শবেবরাত - Shimanterahban24
June 5, 2023

Shimanterahban24

Online News Paper


Warning: sprintf(): Too few arguments in /home/shimante/public_html/wp-content/themes/newsphere/lib/breadcrumb-trail/inc/breadcrumbs.php on line 254

আজ কাংখীত শবেবরাত

1 min read

এতে অনেক আমল করণীয় আর অনেক কাজ বর্জনীয়।

লেখক: সাইদুজ্জামান আল হায়দার

#করণীয়: আমল যথা;

১- কোরআন শরীফের তিলাওয়াত।
২- আল্লাহ তা’আলার যিকির।
৩- অতীত জীবনের ছুটে যাওয়া কাযা নামাজ পড়া।
৪- নফল নামায পড়া।
৫-কবর যিয়ারত করা।
৬-জীবনের সমূহ পাপের ব্যাপারে অনুতপ্ত হয়ে বেশি বেশি তাওবা ও ইস্তেগফার করার চেষ্টা করা।
৭-আমাদের নিজের সকল প্রয়োজনের জন্য এবং বিশেষ করে সমগ্র মুসলিম বিশ্বের করোনা ভাইরাসসহ সকল মুসিবত থেকে মুক্তির জন্য দু’আ করা।
৮-আর পরের দিন রোযা রাখার চেষ্টা করা।
৯-আদ্দুররুল মুখতারে এই রাতে গোসল করাকে মোস্তাহাব লিখেছেন; বিধায় আমরা অসুস্থ না হলে গোসল করা।
১০- আত্মীয় – স্বজনদের খবর নেয়া।

উল্লেখিত আমলসমূহ ছাড়া মনগড়া সর্বপ্রকার কাজ বিদআত অর্থাৎ বর্জনীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.