সিএনজি অটোরিক্সা চালকদের মাঝে গোয়াইনঘাট উপজেলা জমিয়তের নগদ অর্থ বিতরণ
1 min read
আবু তালহা তোফায়েল :: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গোয়াইনঘাট উপজেলা শাখার উদ্যোগে ০৮ এপ্রিল (বুধবার) উপজেলার বিভিন্ন স্টেশনে সিএনজি অটোরিক্সা চালকদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন গোয়াইনঘাট উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক ও গোয়াইনঘ উপজেলা ভাইস চেয়ারম্যান জননেতা মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ।
তিনি বলেন- সারাদেশে লকডাউনের কারণে ড্রাইভার শ্রমিকরা রাস্তায় বের হতে পারছেনা। জীবিকা নির্বাহে বিপাকে পড়ছে তারা। এমন দুর্যোগে অভাবগ্রস্থ প্রত্যেক শ্রেণীর, প্রত্যেক পেশায় মানুষ।
তাই সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন ও বিত্তবানরা ক্ষতিগ্রস্ত অসহায়দের পাশে দাঁড়ানো নিত্য প্রয়োজনীয়।
তিনি উপজেলার সামর্থবানদের মানবিক সহয়তায় এগিয়ে আসার আহ্বান করেন। তিনি বলেন যে, উপজেলার সামাজিক সংগঠনগুলো যতটুকু এগিয়ে এসেছে, অবশ্যই প্রশংসার দাবিদার তারা। নিজ নিজ স্থান থেকে সহায়তার হাত বাড়ালে উপজেলায় না খেয়ে কেউ মরবে না। সবাই প্রতিবেশী ও নিকটাত্মীয়দের প্রতি লক্ষ্য করবো। তারা কেউ যেনো উপোষ না থাকে, সেদিকে লক্ষ্য রাখতে হবে।