সদরে জমিয়ত শায়েখ ইমামবাড়ির জানাজা ও দাফন সম্পন্ন
1 min read
সীমান্ত ডেস্ক :: উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতা শায়খুল ইসলাম হজরত মাওলানা সায়্যিদ হোসাইন আহমদ মাদানি (রহ.)-এর খলিফা ও বাংলাদেশের প্রাচীন ইসলামি রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি, শায়খুল হাদিস আল্লামা আব্দুল মুমিন শায়খে ইমামবাড়ির জানাজার নামাজ সম্পন্ন হয়েছে।
আজ বুধবার (৮ মার্চ) দুপুর ১.৪৫ মিনিটে শায়খে ইমামবাড়ির ছেলে মাওলানা এমদাদুল্লাহ-এর ইমামতিতে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়।
এর আগে শায়খে ইমামবাড়ি মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে নিজ বাড়িতে বার্ধক্যজনিত রোগে ইন্তেকাল করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ১০০ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
ব্যক্তিগত জীবনে তিনি ৬ ছেলে ও ২ মেয়ের পিতা ছিলেন। তার জীবদ্দশায় ৬ ছেলের ২ জন ইন্তেকাল করেছেন। এরমধ্যে একজন পাকিস্তানে শীয়াদের হামলায় শহীদ হন।
মৃত্যুকালে স্ত্রী, ৪ ছেলে ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, ভক্ত-গুণগ্রাহী রেখে গেছেন। মধ্যরাতে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আলেম সমাজে শোকের ছায়া নেমে আসে।