শেষ বিদায় (কবিতা)
1 min read[মহিউদ্দিন খান সুজন]
শেষ বিদায়ের দিনে,
থাকবেনা কারো মুখেহাসি
সে দিন বিদায় দেওয়ায় মানুষ
করবে ছুটাছুটি।
সবচেয়ে বেশি কান্না করবে
মা জননী।
চিরতরে ঘুমিয়ে যাওয়া হবে,
যেদিন মৃত্যু হবে!
চিরদিনের শ্রত্রু ও দেখতে
আসবে”
মিষ্টি আনন্দে থাকা হবেনা
বন্ধুদের মাঝে,
সঙ্গে কেউ কি যাবে?
শেষ বিদায়ের দিনে।
কান্না করবে সবাই অতৃপ্ত
আত্মার দিকে চেয়ে,
নিতর দেহ পড়ে থাকবে বিছানার
মাঝে,
কথা হবেনা কারো সাথে
চিরদিনের জন্য ঘুমিয়ে
পড়বে।
যেদিন মৃত্যু হবে!
অনেকে কোরআন তেলাওয়াত
করবে পাশে বসে
যাবে সে দিন সব অভিমান মুছে,
শেষ বিদায়ের দিনে।
কেউ ছুটবে কবর কুড়ত
ছুটবে কেউ বাজার হতে সাদা
কাপড় কিনতে।
গোসল দিবে গরম জল দিয়ে
শেষ বিদায়য়ের দিনে।
মুখ অন্ধকার করে সবাই ভাল
খারাপ
কথোপক্থন করবে,
সমাজে ভালমন্দ রাখা অবদান
৷ সে দিন ভেসে
উঠবে;
শেষ বিদায়ের দিনে।
এভাবে চলে যেতে হবে সবাইকে
পৃথিবীর মায়া ছেড়ে।
দূর দূরান্তের মানুষ জানাজায়
শরীক হবে
শেষ বিদায়ের দিনে
জড়িত হবে আত্তিয় স্বজন হবে
বন্ধু গন~
মুখ খুলে দেখবে সবাই আপসোছের কিছুই নাই
এভাবে চলে যেতে হবে সৃষ্টি
কর্তার ঈশারায়।
নাম বলবেনা লাশ বলবে সবাই।
কোন আপনজনের সে ঘুমিয়ে যাওয়া থেকে জাগিয়ে তোলার
শক্তি নাই।
কোথায় গেল ক্ষমতা
কোথায় গেল ব্যস্ততা।
সবে ছেড়ে চলে যেতে হচ্ছে একা
স্বরণ রাখবে কয় জনে।
শেষ বিদায়ের দিনে।
বাড়ি গাড়ি সংঈে নাহি যাবে
অতি ভালোবাসার মানুষ ও একদিন ভুলে রয়বে,
শেষ বিদায়ের দিনে।