শায়খ জিয়া উদ্দিন জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত
1 min readএম এবাদুর রহমান খান।।
সদরে জমিয়ত আল্লামা ইমামবাড়ী রাহ.’র ইন্তেকাল হওয়ায় ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হয়েছেন আল্লামা শায়খ জিয়া উদ্দিন দা.বা.। তিনি দীর্ঘদিন থেকে জমিয়তের সিনিয়র সহসভাপতি হিসাবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর বাড়ি সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলায়। এদিকে তিনি সদরে এদরাও। আশা করা হচ্ছে তাঁর যুগ্য নেতৃত্বে জমিয়ত এগিয়ে যাবে।
আজ ০৮ এপ্রিল (বুধবার) শায়েখ ইমামবাড়ির দাফনের পর তার বাড়িতে এক বৈঠকে শায়খ জিয়া উদ্দিনকে ভারপ্রাপ্ত সভাপতির সিদ্ধান্ত নেওয়া হয়।
উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন জমিয়তের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা নুর হুসাইন কাসেমী, সহ সভাপতি আল্লামা উবায়দুল্লাহ ফারুক, সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব, সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফি, যোগাযোগ করে মতামত নেওয়া হয় সহ-সভাপতি এডভোকেট শাহিনুর পাশা চৌধুরী,যুগ্ম মহাসচিব মাও: মঞ্জুরুল ইসলাম আফিন্দি, যুগ্ম মহাসচিব মাও: বাহাউদ্দীন যাকারিয়া সহ প্রমুখ।