লেবাননে হৃদরোগে আক্রান্ত হয়ে কসবার আবদুল কাইয়ুমের মৃত্যু
1 min readহেলাল আহমদঃ- লেবাননে হৃদরোগে আক্রান্ত হয়ে আবদুল কাইয়ুম (৪৮)নামে এক রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার আনুমানিক রাত দশটায় তার বুকে ব্যাথা অনুভব হলে পাশে থাকা রুমম্যাট লেবাননে রেডক্রসকে খবর দিলে তারা দ্রুত এসে রফিক হারেরী হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আবদুল কাইয়ূম জীবিকার তাগিদে ১০ বছর আগে ইউ এস এম কোম্পানির মাধ্যমে বৈধ ভিসা নিয়ে লেবাননে আসেন এবং কোম্পানিতে ৬ বছর কাজ করার পর তিন মাসের ছুটি নিয়ে বাংলাদেশে সফর তিনি। ছুটি শেষে লেবাননে আসার পর আর কোম্পানিতে ফিরে যান নি। এরপর গত চার বছর অবৈধ হয়ে লেবাননে আল কোলার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কাজ করতেন।
ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা উপজেলা বিনাউটি ইউপির মজলিস পুর গ্রামের মো নরুল ইসলামের ছেলে আবদুল কাইয়ুম। সে দুই ছেলে ও এক মেয়ে জনৈক ছিলেন। নিহতের লাশ রফিক হারেরী মর্গে রাখা আছে।
এদিকে তার মৃত্যুর খবর দেশের বাড়ি জানাজানি হলে শোকের ছায়া নেমে আসে। আত্মীয়স্বজন ও ছেলে সন্তানদের আহাজারিতে আকাশ ভারি হয়ে উঠে। এবং তার স্ত্রী সন্তান সহ আত্মীয়স্বজনরা বাংলাদেশ দূতাবাসকে অনুরোধ করেন নিহতের মরদেহ অতিদ্রুত দেশে পাঠানোর জন্য।
বাংলাদেশ বৈরুত দূতাবাসে বিশেষ কর্মসুচীর আওতায় দেশে যেতে নাম নিবন্ধন করে অপেক্ষায় ছিলেন নিজ মাতৃভূমি বাংলাদেশে যাওয়া জন্য।