রামুতে ২০ হাজার ইয়াবাসহ আলমগীর হোসেন নামে এক যুবক আটক
1 min readশাহেদ হোসাইন মুবিন, কক্সবাজার জেলা প্রতিনিধি।
রামু জোয়ারিয়ানালা ইউনিয়নের উত্তর মিঠাছড়ি চৌধুরী পাড়া চেমলীর বাপের বাড়ির বজল আহাম্মদের ছেলে আলমগীর হোসেন(২৬),কে ২০ হাজার ইয়াবাসহ
রামু থানাধীন চা- বাগান নাইক্ষ্যংছড়ি রাস্তার মাথার থেকে আটক করে কক্সবাজারের ডিবি পুলিশ। কক্সবাজার পুলিশ সুপার নির্দেশে অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার(সদর) রেজওয়ান আহমদ,মিজানুর রহমানসহ কক্সবাজার ডিবি পুলিশের সদস্য।