মহিমান্বিত রজনী - Shimanterahban24
June 10, 2023

Shimanterahban24

Online News Paper


Warning: sprintf(): Too few arguments in /home/shimante/public_html/wp-content/themes/newsphere/lib/breadcrumb-trail/inc/breadcrumbs.php on line 254

মহিমান্বিত রজনী

1 min read

[ইব্রাহিম হোসেন]

এলো আবার বছর ঘুরে বিশ্ববাসীর দ্বারে,
ভাগ্য খুলে দিতে মুমিন বান্দা বান্দীর তরে ।

এ রাতের ফজিলতের নাই যে কোন সীমা,
আল্লাহ তাঁর বান্দাদের করে থাকেন ক্ষমা ।

জাগো জাগো বিশ্ব মু’মিন বিশ্ব মুসলমান ,
এই রাতেতে আল্লাহকে ডাকুন দিবেন অনুদান ।

ক্ষমার দুয়ার খুলে দেন আল্লাহ নিজের গুনে ,
কাঁদো কাঁদো বান্দা তুমি পাপের অনুস্বরণে ।

আল্লাহ বড় মেহেরবান আল্লাহ দয়াবান ,
বান্দাদের পাপ মোচনে মাস টা দিলেন শা’বান ।

শা’বান মাসের চৌদ্দ তারিখ দিবাগত রাত ,
বিশ্ব মু’মিন জানেন একে লাইলাতুল বারাত ।

নামাজ পড়,কোরান পড়, কর জিকির মাওলার ,
নবীর নামে দরুদ পড় রাত পোহাবে তোমার ।

ক্ষমা করে থাকেন আল্লাহ এই রাতে যে সবার ,
নেই ক্ষমা তাদের যারা ব্যভিচারী জেনাকার ।

সুদখোর, ঘুষখোর, মদ্যপায়ী যারা ,
পিতামাতার অবাধ্য ভবে সর্বহারা ।

ভাগ্যলিপির কাজে যারা গণল জুয়ারি ,
নাই যে ক্ষমা তাদের কভু খোদার শিরক-কারী ।

ভাগ্যহীন, কপাল পোড়া এই ভূবনে তারা ,
উল্লিখিত কাজের গোলাম নাফস্ কে করে যারা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.