ভাঙ্গুড়ায় মোয়াজ্জিনের পরিবার লকডাউন
1 min readরাজিবুল রোমিও, ভাঙ্গুড়া (পাবনা) থেকে।।
গত ৭ই এপ্রিল রাত দশটায় ভাঙ্গুড়া থানা পুলিশ, ভাঙ্গুড়া পৌরসভা এলাকার এস,আর পাড়া জামে মসজিদের মোয়াজ্জিন নজরুল ইসলামের পরিবার কে লকডাউন ঘোষণা করেছেন।
ভাঙ্গুড়া থানার ওসি (তদন্ত) নাজমুল হক, দৈনিক কলম সৈনিক কে বলেন, এস আর পাড়া জামে মসজিদের মুয়াজ্জিন ৪০ দিনের চিল্লায় তাবলীগ জামাতে পার্শ্ববর্তী দেশ ভারতের দিল্লিতে যায়। সেখানে তিনি মাওলানা নিজাম উদ্দিন সাদ এর মাহফিলে যোগ দেন। যে মাহফিলে যোগদানকৃত অসংখ্য মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। দীর্ঘদিন জামাত শেষে বাড়ি ফিরে আসা মাত্রই সংবাদটি এলাকায় জানাজানি হয়ে যায়।
তিনি প্রতিবেদককে আরো বলেন, এই খবর পেয়ে ভাংগুড়া থানা পুলিশ, মোয়াজ্জিন মোঃ নজরুল ইসলামের পাটুলি পাড়াস্থ বাড়িতে উপস্থিত হয়ে বাড়িটি লকডাউন ঘোষণা করেন।
তার নমূনা সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দাবী জানান এলাকাবাসী।