ভাংগুড়ায় নির্দিষ্ট সময়ের মধ্যে বন্ধ হচ্ছে সকল দোকান
1 min readভাংগুড়া (পাবনা) থেকে, রাজিবুল রোমিও।।
রাজশাহী বিভাগের পাবনা জেলার ভাংগুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের ময়দানদিঘী এবং চন্ডিপুর বাজারের স্থানীয় ব্যবসায়ীরা সরকারি নিষেধাজ্ঞা মান্য করে নির্দিষ্ট সময়ের মধ্যে বন্ধ রাখেন সকল দোকান পাট।
করোনা ভাইরাসের সংক্রমণ কমিয়ে আনতে এবং নিজ এলাকাকে সুরক্ষিত রাখতে এ ব্যবস্থা গ্রহন করা হয় বলে “সময়ের সংবাদ” কে জানান চন্ডিপুর বাজার সভাপতি হাজী সাত্তার।
বিশ্বব্যাপী মারাত্মক করোনা ভাইরাসে মানুষের পাশে মানুষ সংমিশ্রণে বেশী ঝুঁকিপূর্ণ বলে সরকারি নির্দেশনায় সামাজিক দূরত্ব বজায় রাখতে খানমরিচ ইউনিয়নের বাজার গুলোতে দেখা যায় ফিট অঙ্কনের ব্যবহার।
করোনা ভাইরাস মানুষের ফুসফুসে সংক্রমণ ঘটায়। হাঁচি, কাশি, কফ, সর্দি, থুথু এবং আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এক জন থেকে আরেক জনের শরীরে ছড়িয়ে পড়ে বিধায় সকল প্রকার দোকান পাট নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারি নির্দেশনা মান্য করে বন্ধ করে দিচ্ছেন দোকান ব্যবসায়ীরা, “সময়ের সংবাদ”কে এই কথা জানান ময়দানদিঘী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী নূর ইসলাম।
খানমরিচ ইউনিয়নের বাজার গুলোতে সরোজমিনে গিয়ে দেখা যায়, জনসাধারণ নির্দিষ্ট সময়কে লক্ষ্যকরে প্রতিদিনের প্রয়োজনীয় বাজার ক্রয় করে স্বল্প সময়ের মধ্যেই নিজ নিজ গন্তব্যে পাড়ি দিচ্ছেন গ্রামবাসীরা।
বিশ্বব্যাপী এই দুর্যোগকালীন সময়ে ব্যবসায়ীরা যেন অসাধুপন্থা অবলম্বন না করে, বরং সরকারি নির্দেশনা মান্য করে এবং সামাজিক দুরত্ব বজায় রেখে দৈনন্দিন প্রয়োজনীয় ভোগ্যপণ্য ক্রয়-বিক্রয়ের পরামর্শ দেন খানমরিচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: আছাদুর রহমান (বি,এ)।