বিশ্বনাথে ফজর আলী মেম্বারের ব্যক্তিগত ফান্ড থেকে ত্রাণ বিতরণ
1 min readফরিদ আহমদ ফেরদাউস।।
সিলেটের বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড এর মেম্বার মো: ফজর আলী আজ ৮এপ্রিল (বুধবার) সকাল ৯ঘটিকায় তার নিজ বাড়িতে বিশ্বনাথ সদরের রিক্সা,ভ্যান চালক ও ২নং ওয়ার্ড এর গরীব-অসহায় এবং করোনা পরিস্থিতিতে বিপর্যস্ত প্রায় দুই শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
বিশেষ সূত্রে জানা যায়,তিনি মেম্বার হওয়ার পর থেকে নিজ ওয়ার্ড এর মানুষের সুখে দুঃখে সর্বদা পাশে দাড়িয়েছেন।আজকে ত্রান বিতরণের সময় অন্যরা ছবি তুলে ও প্রচারের চেষ্টা করলে,তিনি বলেন আমি মানুষকে দান করি প্রচারের জন্য নয়,দান করি এজন্য,এই খেটে খাওয়া মানুষগুলো যাতে উপোষ না করে।আর আমি জানি আল্লাহ নিশ্চয় আমাকে এর বদলা দান করবেন।