বিত্তবানরা হাত গুটিয়ে বসে থাকলে বঞ্চিতরা না খেয়ে মরবে; গোয়াইনঘাট উদ্যমী ছাত্র সংঘ
1 min readগোয়াইনঘাট প্রতিনিধি :: সামাজিক সংগঠন গোয়াইনঘাট উদ্যমী ছাত্র সংঘ -এর করোনা ভাইরাস ত্রাণ তহবিলের খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে সংঘের সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ তানজিল হোসেন বলেন, সরকারের ত্রাণ সহায়তার পাশাপাশি সামাজিকভাবে বিত্তবান মানুষদের এগিয়ে আসা উচিৎ। কিন্তু বিত্তবান মানুষরা যদি হাত গুটিয়ে বসে থাকেন তাহলে বঞ্চিতরা না খেয়ে মরবে। বক্তব্যে তিনি, সমাজের সকল স্থরের সামার্থবান মানুষদের নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার উদাত্ত আহবান জানান।
গোয়াইনঘাট উদ্যমী ছাত্র সংঘ -এর উদ্যোগে ৮ এপ্রিল (বুধবার), দুপুর ১২ ঘটিকার সময় উপজেলার ডৌবাড়ী ইউনিয়নে হতদরিদ্রদের মধ্যে করোনা ভাইরাস ত্রাণ তহবিলের খাদ্য সামগ্রী ( চাল, ডাল, আলু, পেঁয়াজ, সাবান) বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনকালে কর্মপরিষদ নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা বিষয় সম্পাদক আকাশ দাস সজীব, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ইমাম উদ্দিন প্রমুখ।